শনিবার, ২১ জুলাই, ২০১৮, ১১:৩৪:২৪

আর্জেন্টিনা সরকার মুসলিমরা যাতে ধর্মীয় কাজ সঠিক ভাবে করতে পারে সেজন্য ব্যবস্থা করে দিয়েছে

আর্জেন্টিনা সরকার মুসলিমরা যাতে ধর্মীয় কাজ সঠিক ভাবে করতে পারে সেজন্য ব্যবস্থা করে দিয়েছে

এক্সক্লুসিভ ডেস্ক: আমাদের দেশে সবচেয়ে বেশি তর্ক হয় ব্রাজিল ও আর্জেন্টিনা নিয়ে। আর এই তর্কে অনেক সময় চলে আসে ব্রাজিল ও আর্জেন্টিনার মুসলিম বা ইসলাম নিয়ে। চলুন এবার জেনেনেই আর্জেন্টিনার ইসলাম ও মুসলিম সম্পর্কে।

আর্জেন্টিনায় মুসলিম জনসংখ্যা আছে। আছে অনেক মসজিদ ও ইসলামিক সেন্টার। আর্জেন্টিনাতে প্রায় ৫ লাখ মুসলিম আছে। এরমধ্যে সবচেয়ে বেশি মুসলিম আছে আর্জেন্টিনার সবচেয়ে বড় শহর বুয়েনস আইরেসে।

আর্জেন্টিনায় সর্বপ্রথম মসজিদ নির্মান করা হয় ১৯৮৩ সালে। বুয়েনস আইরেসে সেই মসজিদটির নাম আল তৌহিদ মসজিদ। এটি মুলত শিয়া জনগোষ্ঠির জন্য। এই মসজিদটি তৈরি করতে সহায়তা করে ইরানের অ্যাম্বাসি। ১৯৮৫ সালে আরো একটি মসজিদ তৈরি করা হয় যার নাম আল আহমদ মসজিদ এবং এটি তৈরি করা হয় সুন্নি সম্প্রদায়ের জন্য। এছাড়াও আরো কিছু মসজিদ আছে আর্জেন্টিনাতে যাদের মধ্যে করদোবা শহরে দুটি, মার দেল প্লাটা শহরে দুটি, এবং অন্যতম সেরা মসজিদ সুফি মসজিদ তৈরি করা হয়।

আর্জেন্টিনায় আছে কিং ফাহাদ ইসলামিক সেন্টার, দুটি জুম্মা মসজিদ। এছাড়াও আছে ইসলামিক অরগানাইজেশন অব ল্যাতিন আমেরিকা।

আর্জেন্টিনায় মুসলিমরা জুম্মার নামাজ পড়ার জন্য মসজিদে যায় এবং নারীরাও মসজিদ ব্যবহার করতে পারে। অবশ্য নারীদের মসজিদ ব্যবহার করার আইন হয়েছে বেশি দিন হয়নি। তবে আর্জেন্টিনা সরকার মুসলিমরা যাতে তাদের ধর্মীয় কাজ সঠিক ভাবে করতে পারে সেজন্য ব্যবস্থা করে দিয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে