মঙ্গলবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৮, ০৬:৫৮:৩৫

‘রাতের আকাশে ডবল চাঁদ’! টুইটে দিশাহারা দুনিয়া! আসল সত্যিটা কী?

‘রাতের আকাশে ডবল চাঁদ’! টুইটে দিশাহারা দুনিয়া! আসল সত্যিটা কী?

এক্সক্লুসিভ ডেস্ক: ‘রাতের আকাশে ডবল চাঁদ’! টুইটে দিশাহারা দুনিয়া! আসল সত্যিটা কী? দুই চাঁদের মায়া নিয়ে রঙ্গ-রসিকতা থেকে জ্যোতিষ-প্রবচন— বিবিধ ধামাকায় উন্মত্ত নেট-জগৎ। যে পেরেছেন, ফরওয়ার্ড করেছেন।

‘২৭ অগস্ট, ২০১৮-এর রাত একেবারেই আলাদা। এদিন রাতে আকাশে দেখা দেবে দুই চাঁদ।’— এই মর্মে এক টুইট ভাইরাল হয়েছে সম্প্রতি। টুইটার থেকে তা ছড়িয়েছে হোয়াটসঅ্যাপ-এ, ফেসবুকেও। এই দুই চাঁদের মায়া নিয়ে রঙ্গ-রসিকতা থেকে জ্যোতিষ-প্রবচন— বিবিধ ধামাকায় উন্মত্ত নেট-জগৎ। যে পেরেছেন, ফরওয়ার্ড করেছেন। এই ভাবে ক্রমেই ছড়িয়েছে এই খবর।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যম জানাচ্ছে, ওই টুইটে একথা বলা হয়েছিল, এদিন আকাশে দুই চাঁদ দেখা দেবে ঠিকই, কিন্তু সে দু’টিই ‘চাদ’ নয়। এর একটি অবশ্যই চাঁদ। এর অন্যটি মঙ্গলগ্রহ। বলা হয়েছিল, এই তারিখে মঙ্গল পৃথিবীর এত কাছে চলে আসবে যে, তাকে চাঁদের মতোই বড় দেখাবে। 

২০১৮ বছরটিতে বেশ কিছু মহাকাশ সংক্রান্ত বড় ঘটনা পৃথিবী থেকে দৃশ্যমান হলেও ডবল চাঁদের খবরটি নজিরবিহীন। নাসা-র তরফ থেকে জানানো হয়েছে, এই যুগল চাঁদের বিষয়টি আদ্যন্ত বানানো। ২০০৩ সাল থেকে এই জোড়া চাঁদের গুজব ছড়ানো হচ্ছে। ১৫ বছর পরেও সেই গুজবের দাপট যে কমেনি, তার প্রমাণ এই ভাইরাল টুইট।

নাসা-ও বছরের পর বছর ধরে এই গুজবের বিরোধিতা করছে। নাসা জানিয়েছে, ২০০৩ সালের ২৭ অগস্ট মঙ্গল পৃথিবীর ৫৪.৬ মিলিয়ন কিলোমিটার দূরত্বে অবস্থান করছিল। ২২৮৭ সালের আগে এই ঘটনার পুনরাবৃত্তি ঘটবে না। আর এই দূরত্বেও মঙ্গলকে চাঁদের মতো বড় দেখানোর কোনও সুযোগ নেই। ফেক নিউজ ও মর্ফড ছবি দিয়ে গুজববাজরা এই কাণ্ড গত দেড় দশক ধরে চালিয়ে যাচ্ছে।-এবেলা     

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে