রবিবার, ২১ অক্টোবর, ২০১৮, ০৩:২০:৩৪

চাকরি পেতে নারীদের ‘কুমারীত্ব’ পরীক্ষা দিতে হয় যে দেশে!

চাকরি পেতে নারীদের ‘কুমারীত্ব’ পরীক্ষা দিতে হয় যে দেশে!

আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়া পুলিশ বাহিনীতে যোগ দিতে হলে নারীদের দিতে হবে কুমারীত্ব পরীক্ষা! আন্তর্জাতিক সংবাদমাধ্যম এবিসি নিউজের প্রতিবেদন বলা হচ্ছে, সম্প্রতি দেশটির পুলিশ বাহিনীতে নারী সদস্য নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কর্তৃপক্ষ। তাদের ওই বিজ্ঞপ্তি অনুযায়ী, পুলিশে চাকরি পেতে হলে নারীদের কুমারী হওয়ার কথা বলা হয়েছে। এছাড়া শুধু কুমারী নয় তাদেরকে সুন্দরীও হতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম আর ইন্টারনেট দুনিয়ায় এই নিয়োগ বিজ্ঞপ্তি ছড়িয়ে পড়েছে।

এবিসির প্রতিবেদনে বলা হয়, পুলিশে যেসব নারী যোগ দিতে চান তাদেরকে ‘টু ফিঙ্গার টেস্ট’ নামের একটি আদিম ও অপমানজনক পরীক্ষা দিতে হবে। এই পরীক্ষার মাধ্যমে দেখা হবে ওই নারী কুমারী কি-না।

দেশটির পুলিশ বাহিনীতে নারীদের নিয়োগের ক্ষেত্রে এমন শর্ত দেয়ায় নড়েচড়ে বসেছেন বিশ্বের মানবাধিকার সংস্থাগুলো। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের মুখপাত্র আন্দ্রেয়া হারসোনো জানিয়েছেন, ইন্দোনেশিয়ার পুলিশ বাহিনী মনে করছে যৌন ভাবে সক্ষম কোনও নারীকে নিয়োগ দেয়া সম্ভব না। তাদের এমন মন্তব্য এবং শর্ত নারীদের ছোট করে। যা নারী স্বাধীনতা প্রতিষ্ঠায় অন্যতম বাঁধা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে