সোমবার, ২২ অক্টোবর, ২০১৮, ১০:২০:৫৩

বিশ্বের সবচেয়ে দামি গাড়ি, দাম ৫ হাজার ৬০০ কোটি টাকা!

বিশ্বের সবচেয়ে দামি গাড়ি, দাম ৫ হাজার ৬০০ কোটি টাকা!

এক্সক্লুসিভ ডেস্ক: পাবলিক নিলাম ছাড়া বিক্রি হওয়া বিশ্বের সবচেয়ে দামি গাড়ির নাম ১৯৬৩ ফেরারি ২৫০ জিটিও (৪১৫৩ জিটি) রেসার। এই গাড়িটি বিক্রি হয়েছে ৭০ কোটি ডলারে, যার বাংলাদেশি বাজারমূল্য প্রায়  ৫ হাজার ৬০০ কোটি টাকা।

গাড়িটি কিনে গিনেস বুকে জায়গা করে নিয়েছেন ডেভিড ম্যাকনেইল নামের যুক্তরাষ্ট্রের এক ধনকুবের। চলতি বছরের মে মাসে এই স্বীকৃতি পান তিনি। ম্যাকনেইল গাড়ির যন্ত্রাংশ ও প্রযুক্তি ব্যবসার সাথে জড়িত। তার প্রতিষ্ঠানের নাম ওয়েদারটেক।

ডেভিড ম্যাকনেইলের গাড়ির প্রতি তীব্র আকর্ষণ রয়েছে। এ গাড়িটি ছাড়াও তার মালিকানায় এমন অনেক গাড়ি আছে, যেগুলো বিশ্বজুড়ে বেশ জনপ্রিয়। ২৫০ জিটিও ছাড়াও তার সংগ্রহে আছে আরও ৮টি ফেরারি।

ফেরারি ২৫০ জিটিও গাড়িটি ১৯৬৩ সালে তৈরি হয়। ওই সময় এ ধরনের মাত্র ৩৬টি গাড়ি তৈরি করা হয়েছিল। মডেলটিকে বিশ্বের সবচেয়ে দুর্লভ ও চাহিদাসম্পন্ন গাড়ি হিসেবে বিবেচনা করা হয়।

১৯৬৪ সালে এই মডেল দিয়ে বিখ্যাত ‘ট্যুর ডি ফ্রান্স’ পুরষ্কার জেতেন লুসিয়েন বিয়াঞ্চি ও জর্জেস বার্জার। ২৫০ জিটিও-তে থ্রি-লিটার ভি-টুয়েলভ ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এটা মাত্র ৬ দশমিক ১ সেকেন্ডে শূন্য থেকে ৬০ মাইল বেগে চলতে পারে। এটা ঘন্টায় সর্বোচ্চ ১৭৪ মাইল বেগে চলতে সক্ষম।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে