মঙ্গলবার, ২৩ অক্টোবর, ২০১৮, ০১:৫৭:৫১

সুদূর আফ্রিকার এই দেশে বাংলা ভাষা সবার বড় প্রিয়!

 সুদূর আফ্রিকার এই দেশে বাংলা ভাষা সবার বড় প্রিয়!

এক্সক্লুসিভ ডেস্ক: সুদূর আফ্রিকার এই দেশে বাংলা ভাষা সবার বড় প্রিয়! আফ্রিকা মহাদেশের খুব ছোট একটি দেশ সিয়েরা লিওন যা বিভিন্ন ধরনের রাজনৈতিক উত্থান-পতনের মধ্যে দিয়ে গিয়েছে। দেশের রাজধানী ফ্রিটাউন। বর্তমানে এই দেশটি রাষ্ট্রপতির শাসনাধীন। এই দেশটি বাংলাদেশ থেকে কয়েকশো নটিকাল মাইলস দূরে থাকা সত্ত্বেও জুড়ে রয়েছে বাংলার সঙ্গে। এই দেশের অফিসিয়াল ল্যাঙ্গোয়েজ ইংরিজি তবে স্থানীয় মানুষ কথা বলেন তেম্মে, মেন্দে এবং ক্রিও ভাষায়।

কিন্তু এদেশের এক বিরাট সংখ্যক মানুষ বাংলা ভাষার সঙ্গে পরিচিত এবং অনেকেই তা বলতে পারেন। আফ্রিকার সুদূরপ্রান্তে অবস্থিত এই দেশে বাংলা ভাষাকে পৌঁছে দিয়েছিলেন বাংলাদেশী পিসকিপাররা। ইউনাইটেড নেশনস-এর তত্ত্বাবধানে সেদেশে শান্তিস্থাপনের উদ্দেশ্য়ে গিয়েছিলেন বাংলাদেশী সৈন্যরা এবং তাঁদের সংস্পর্শে এসেই সিয়েরা লিওনের মানুষ বাংলা ভাষার সঙ্গে পরিচিত হন।

প্রায় এক দশকেরও বেশি আগে সিয়েরা লিওন থেকে দেশে ফিরে আসেন বাংলাদেশের সৈন্যরা কিন্তু আফ্রিকার এই দেশের বাংলা ভাষাকে এখনও ভোলেননি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে