মঙ্গলবার, ০৬ নভেম্বর, ২০১৮, ০৯:৩২:৫৪

৩৫ পেরোনো নারীরা যে কথায় বেশি খুশি হন!

 ৩৫ পেরোনো নারীরা যে কথায় বেশি খুশি হন!

এক্সক্লুসিভ ডেস্ক: তারুণ্যদীপ্ত চেহারা, ঝকঝকে ত্বক নিয়ে নারীরা নিজেদের বয়স কমাতে খুবই পছন্দ করেন। আর এ কারণে প্রতি ৩ জন নারীর মধ্যে একজন নিজেকে আরো কম বয়সী দেখাতে উদগ্রীব হয়ে থাকেন বলে এক গবেষণায় বলা হয়েছে। যে সব নারীর বয়স ৩৫ বছর পেরিয়েছে নিজের বিষয়ে যে মন্তব্যটি তারা সবচেয়ে বেশি পছন্দ করেন তা হলো, আপনাকে অনেক কম বয়সী দেখাচ্ছে।হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে একথা বলা হয়েছে।

প্রসাধনী ব্র্যান্ড 'স্যাঙ্কচুয়ারি স্পা ওয়ান্ডার ওয়েল সিরাম' তাদের এক গবেষণায় জানায়, ব্রিটেনের দুই-তৃতীয়াংশ নারী অ্যান্টি-এজিং প্রসাধন ব্যবহার করেন। ফেমিনিস্ট ম্যাগাজিনের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, ৩৫ বছর পেরুনো নারীরা কম বয়সী দেখাতে সবচেয়ে বেশি উদগ্রীব হয়ে থাকেন। তাই এই বয়সী কাউকে সন্তুষ্ট করতে হলে তাকে কম বয়সী বলে মন্তব্য করাটা সবচেয়ে কার্যকর উপায়। গবেষণায় দেখা যায়, এই একটি মন্তব্য ৬০ শতাংশ নারীর আত্মবিশ্বাস সবচেয়ে বাড়িয়ে দেয়।

প্রতিষ্ঠানটি আরো জানায়, প্রতি পাঁচজন নারীর মধ্যে একজন নিজের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তাকে কেমন দেখাচ্ছে তা নিয়ে প্রতিদিন চিন্তা করেন। এদের ১০ শতাংশ দিনে কয়েকবার এই দুশ্চিন্তায় সময় কাটান।

স্পা স্কিনকেয়ারের বিশেষজ্ঞ নিকোলা জোস বলেন, সামাজিক দৃষ্টিকোণের কারণে প্রতিটি নারী তার অবয়ব ও চেহারা নিয়ে ব্যাপক চাপ অনুভব করেন। আমি আমার জীবনে প্রতিদিনই এসব নারীদের দেখছি। এই বয়সী নারীরা সন্তানের মা হয়ে যান। কাজেই একজন মা যদি প্রতিনিয়ত চিন্তা করেন তাকে কেমন দেখাচ্ছে, তবে তা বেশ চিন্তার বিষয়।

ওদিকে, ২৪ বছরের কম বয়সীদের প্রতি পাঁচজনের একজন ভাবেন, তাকে বয়সের চেয়েও বেশি বড় দেখাচ্ছে। এই মানসিকতা ৫৫ বছর পেরুনো নারীদের মাঝেও দেখা যায়।
যাবতীয় চিন্তার উদ্রেক করে ত্বকে বয়সের ছাপ। তাই অ্যান্টি-এজিং প্রসাধন সামগ্রীর এই ছাপ দূর করাই থাকে একমাত্র উদ্দেশ্য। তবে যাই হোক, বুড়ো হয়ে যাওয়ার বিষয়টিকে দুশ্চিন্তার সঙ্গে নেওয়া খুবই বাজে একটি বিষয়, জানান জোস।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে