রবিবার, ১১ নভেম্বর, ২০১৮, ১০:০৯:৩১

ফুলবাড়ীতে ২৫ বছর ধরে নিজের হাতের নখ না কেটে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি

ফুলবাড়ীতে ২৫ বছর ধরে নিজের হাতের নখ না কেটে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি

মোঃ রজব আলী, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: কথায় আছে শখের আগে না ঘোড়া দৌঁড়াতে পারেনা। এক এক জনের এক এক প্রকার শখ থাকে। কেউ আকাশে উড়তে ভালবাসে, কেউ বা পানিতে ঘুরতে, আবার কেউ কেউ এমন কিছু শখ করে তা একেবারে কল্পনার বাহিরে। তেমনি হাতের নখের প্রতি যার অনন্য ভালোবাসা স্থাপন করেছে অরুন কুমার সরকার (৩৪) নামে এক যুবক।

অরুন নামে এই যুবক গত ২৫ বছর ধরে নিজের হাতের নখ না কেটে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছেন। হাতের নখের প্রতি ভালোবাসা স্থাপনকারী যুবক অরুন কুমার দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার লক্ষ্মীপুর গ্রামের রবীন্দ্রনাথ সরকারের ছেলে।

অরুন কুমার লক্ষ্মীপুর বাজারে কান্না ডিজিটাল ফটো স্টুডিও নামে একটি ফ্লেক্সিলোডের দোকান আছে, এই দোকানটি তার এক মাত্র মেয়ের নামে নামকরণ করা হয়েছে বলে তিনি জানান, এই দোকান থেকে সে জীবিকা নির্বাহ করে। তিনি বলেন, হাতের রখ গুলো এখন তাকে কোন কাজের অসুবিধা করেনা।

হাতের নখ রাখা এই যুবক অরুন বলেন, ২৫বছর পূর্বে ১৯৯৩ইং সালে যখন সবেমাত্র প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র তার বয়স তখন ৮বছর, ঠিক তখন সে কয়েক সপ্তাহ নখ না কাটায় তার নখ দেখে শিক্ষক তাকে নখ কাটার কথা বলেন। কিন্তু অরুন তখন ভাবে যে এই নখ আরো একটু বড় হলে কেমন লাগে দেখি। আর এভাবেই তার নখ বড় হতে থাকে। এদিকে নখ বড় হবার সাথে সাথে নখের প্রতি তার এক প্রকার ভালোবাসা জন্মায়, এরপর থেকে সে আর তার নখ কাটতে চায়নি। লোকমুখে শুনে অরুনের এই নখ একনজর দেখতে প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে অনেকেই তার দোকানে আসেন।

অরুনের বাবা মা ও আত্মীয় স্বজন তার নখ রাখার ব্যাপারে প্রথম প্রথম বাধা দিলেও পরে তারাও তা মেনে নেন। এ অবস্থায় অনেক বছর অতিবাহিত হয়, অরুনের বড় হবার সাথে সাথে তার বামহাতে রাখা নখগুলো বছরের পর বছর পর্যায়ক্রমে বড় হতে থাকে। এ অবস্থায় বিয়ে সাদি করে তার একটি কন্যা সন্তান রয়েছে।

অরুন কুমার সরকার বলেন, হাতে নখ রাখার ব্যাপারটা হঠাৎ করেই শখের বসে। তবে এতে তার তেমন কোনো সমস্যা হয় না। নখগুলোর প্রতি তার অনেক ভালোবাসা জন্মেছে সে কারণে অরুন তার নখগুলো আর কখনো কাটবেন না বলে জানান। এমনিতেই যদি কোন কারণে এই নখের কোনো অংশ একটু ভেঙ্গে যায়, তাতেই খুব কষ্ট পান বলেও জানান তিনি।-আমাদের সময়

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে