বুধবার, ১৪ নভেম্বর, ২০১৮, ০৯:৩৬:৩১

চট্টগ্রামে পোয়া মাছটি বিক্রি হলো ১০ লাখ টাকায়!

চট্টগ্রামে পোয়া মাছটি বিক্রি হলো ১০ লাখ টাকায়!

নিউজ ডেস্ক: মঙ্গলবার ভোরে সেন্টমার্টিন দ্বীপের বাসিন্দা আব্দুল গনির নেতৃত্বে পাঁচ জেলে বঙ্গোপসাগরের মাছ শিকারে যান। সাগরে জাল ফেলার অনেক পরে জেলেরা জাল টানা শুরু করেন। জালে আটকা পড়ে বিশালাকার একটি মাছ। কূলে তুলে দেখা যায় পোয়া মাছ এটি।

ওজন দিয়ে দেখা যায় মাছটির ওজন ৩৪ কেজি। জেটিঘাটে আনলে মাছটি দেখতে ভিড় জমে উৎসুক মানুষের। এটি বিক্রি হয় ১০ লাখ টাকায়। এক মাছেই ভাগ্য সুপ্রসন্ন হওয়ায় আনন্দে আত্মহারা জেলেরা।

কক্সবাজারের সেন্টমার্টিনে জেলেদের জালে ৩৪ কেজি ওজনের বিশালাকার এ পোয়া মাছটি ধরা পড়েছে।

দ্বীপের ইউপি সদস্য মোহাম্মদ হাবিব জানান, মাছটি ফজল করিম নামে এক স্থানীয় মাছ ব্যবসায়ী আট লাখ টাকায় প্রথমে কিনে নেন। পরে তিনি চট্টগ্রামের এক মাছ ব্যবসায়ীর কাছে তা ১০ লাখ টাকায় বিক্রি করেন। একটি মাছেই ভাগ্য সুপ্রসন্ন হওয়া জেলেদের সাধুবাদ জানাচ্ছেন সবাই।

টেকনাফ উপজেলা মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, পোয়া মাছের পেটের ভেতর ‘পদনা’ নামে বিশেষ একটি অংশ থাকে। স্থানীয় ভাষায় এটাকে ‘ফুলা’ বলে, যা ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়। এই ‘পদনা’ শুকিয়ে ওষুধের কাঁচামাল হিসেবে বিদেশে রফতানি করা হয়। বড় মাছটি অনেক বয়সী হতে পারে। এর পদনাটির কার্যক্ষমতাও বাড়ন্ত থাকবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে