রবিবার, ১৬ ডিসেম্বর, ২০১৮, ১০:৫৭:১১

সফটওয়্যার কোম্পানির মালিক হয়ে তাক লাগাল ১৩ বছরের এই বালক!

সফটওয়্যার কোম্পানির মালিক হয়ে তাক লাগাল ১৩ বছরের এই বালক!

এক্সক্লুসিভ ডেস্ক: সফটওয়্যার কোম্পানির মালিক হয়ে তাক লাগাল ১৩ বছরের এই বালক! নাহ্, চমকের শুরু ১৩-তে নয়৷ কারণ এর আগে মাত্র ৯ বছর বয়সেই মোবাইল অ্যাপ তৈরি করেছিল আদিথ্যন রাজেশ৷ আর তার চার বছর পরে দুবাইয়ে আস্ত এক সফটওয়্যার কোম্পানির মালিক হয়ে চমকে দিল সে৷

রবিবার সংবাদ মাধ্যমে বারবার উঠে এল বছর ১৩-র এই ভারতীয় কিশোরের নাম৷ কেরলের এই পড়ুয়া বোরডোম কাটাতে খেলাচ্ছলেই মাত্র ৯ বছরে তৈরি করেছিল তার প্রথম মোবাইল অ্যাপ্লিকেশন৷

তাছাড়া সে তার ক্লায়েন্ট-দের জন্য বহু লোগো এবং ওয়েবসাইট তৈরি করেছে৷ বয়স যখন পাঁচ, তখন থেকেই কম্পিউটার নিয়ে নাড়াচাড়া শুরু তার৷ আর এবার ১৩ বছর বয়সে সে লঞ্চ করল তার কোম্পানি ‘Trinet Solutions’.

দুবাইয়ের এক সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানান, কেরলের থিরুভিল্লাতে তার জন্ম৷ বয়স যখন পাঁচ, তখন তাকে নিয়ে তার বাবা-মা দুবাই চলে আসেন৷ রাজেশের এই সংস্থাতে বর্তমানে তিনজন কর্মী কাজ করে, যারা রাজেশেরই স্কুলের বন্ধু৷-কলকাতা২৪×৭

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে