সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০১৫, ০৪:১৫:৫১

কামড় খেয়ে সাপকে পাল্টা কামড়, অতঃপর...

কামড় খেয়ে সাপকে পাল্টা কামড়, অতঃপর...

এক্সক্লুসিভ ডেস্ক : বিষধর সাফ যদি কামড় দেয়, তাহলে সাথে সাথে ওই সাফকে পাল্টা কামড় দিলে নিজে প্রাণে রক্ষা পাওয়া যাবে। পাশাপাশি কামড়ানো ওই সাফটি মরে যাবে-এমন বিশ্বাসকে পুজি করে বিষধর সাপের দংশনের পর পালটা সাপটিকে কামড়েও প্রাণ বাঁচাতে পারলেন না ভারতের পশ্চিমবঙ্গের রাজ্যধরপুর গ্রামের যুবক স্বপন মাল (২১)।

রোববার সাপ ধরতে গিয়ে ছোবল খেয়েছিলেন তিনি। তারপর সেই বিষধর সাপকে ধরে কামড়াতে কামড়াতে সোজা হাসপাতালে যান তিনি। কিন্তু শেষ রক্ষা হয়নি। সাপের বিষক্রিয়ায় মৃত্যু হয় তাঁর।

হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুরে স্বপন তাঁর বাড়ির পাশে একটি কেউটে সাপ ধরতে যান। তখন ওই বিষধর সাপটি তার বাঁ হাতের তালুতে ও বাহুর পেশীতে ছোবল মারে। এর পর তিনি সাপটিকে ধরে নিয়ে এসে নিজেই বাড়ির কিছু দূরে মহম্মদবাজার ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে যান।
২১ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এম.এস/একে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে