রবিবার, ১০ জানুয়ারী, ২০১৬, ০৫:৩৯:২৯

এমন ঘটনা কেন ঘটলো, নারীরা কি সত্যিই ডাইনি?

এমন ঘটনা কেন ঘটলো, নারীরা কি সত্যিই ডাইনি?

এক্সক্লুসিভ ডেস্ক: ‘ডাইনি’ আজব এক শব্দ। আজব এই শব্দটি আপনি যদি কোন নারীর নামের আগে বা পরে বসিয়ে দেন, তাহলে নিশ্চিত মার খাবেন। রূপকথার রাজ্যে ডাইনি চরিত্রটি অশুভ লক্ষণকে ইঙ্গিত করা হয়। যার কাজই হলো বাচ্চাদের ভয় দেখানো। কিন্তু এতো রূপকথা। তবে বাস্তবে কোন নারীকে ডাইনি ভাবার পরিণতি যে কত ভয়াবহ হতে পারে তা ভারতের পশ্চিম মেদিনীপুরের দিকে লক্ষ্য করলেই বোঝা যায়।

যেখানে ফের ডাইনি সন্দেহে এক মহিলাকে খুনের অভিযোগ পাওয়া গেছে। ঘটনায় অভিযোগের তির স্থানীয় লোকজনের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের পিংলা এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনায় জড়িতদের খোঁজে শুরু হয়েছে তল্লাশিও।
পুলিশ সূত্রে খবর, গত কয়েকদিন ধরেই এলাকায় বিভিন্ন রোগ হচ্ছিল। এজন্য ওই মহিলাকেই দায়ী করেন এলাকার লোকেরা। এমনকি ওই মহিলাকে ডাইনি ও তাঁর খারাপ নজরের জন্যই এই রোগ বলে সন্দেহ করতে শুরু করেন। শনিবার বাড়ি থেকে বেরিয়েছিলেন ওই মহিলা। কিন্তু, আর ফেরেননি। এরপরই বাড়ির লোকেরা পিংলা থানায় খবর দেন। ডাইনি সন্দেহেই তাঁকে খুন করা হয়েছে বলে অভিযোগ পরিবারের।
১০ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ ২৪ ডটকম/জুবায়ের/রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে