সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০১৫, ১১:৫১:৩৪

জেনে নিন, গোলাপি ডলফিনের অজানা রহস্য

এক্সক্লুসিভ ডেস্ক: পৃথিবীর পুরোটাই রহস্যে ঘেরা। এখানে বিভিন্ন স্থানে বিভিন্ন ধরণের প্রাণী বসবাস করে। রহস্য ঘেরা এই পৃথিবীর স্থল ভাগে যতটা না প্রাণী বাস করে, তার চেয়ে অনেক বেশি প্রাণীর বসবাস জলভাগে। জলের মধ্যে বাস করা হাজারো প্রাণীর মধ্যে ডলফিন অনেকেরই প্রিয়।

তবে পৃথিবীর সবচেয়ে বিখ্যাত গোলাপি ডলফিন বাস করে লাতিন আমেরিকার বিখ্যাত নদী আমাজানে। পৃথিবীতে যে পাঁচ প্রজাতির স্বাদু পানির ডলফিন পাওয়া যায়, গোলাপি ডলফিন তাদের মধ্যে অন্যতম। দক্ষিণ আমেরিকায় আমাজন নদীর স্বাদু পানির বাসিন্দা এই গোলাপি ডলফিন আর বাকি চার প্রজাতির ডলফিনের থেকে আকারে তুলনামূলকভাবে বড়। এরা গোলাপি বর্ণের হলেও সমুদ্রের ডলফিন থেকে আলাদা। একটি পূর্ণ বয়স্ক ডলফিন ছয় থেকে আট ফুট লম্বা এবং ২০০ থেকে ৩৫০ পাউন্ড পর্যন্ত ওজন হয়।

অন্যান্য স্বাদু পানির ডলফিনের তুলনায় এদের দৃষ্টিশক্তি ও শ্রবণশক্তি প্রখর। যেখানে অন্যান্য স্বাদু পানির ডলফিন বিপদাপন্ন বা প্রায় বিলুপ্তির পথে, সেখানে গোলাপি ডলফিন এখন পর্যন্ত মিঠা পানির ডলফিনদের মধ্যে সর্বোচ্চ সংখ্যায় বিদ্যমান। এরা গোলাপি ডলফিন নামে পরিচিত হলেও এদের গায়ের রঙ হালকা ধূসর বা বাদামিও হয়ে থাকে। এদের বুদ্ধিমত্তাও অন্যদের চেয়ে অনেক বেশি। ঘাড়ে বিশেষ ধরনের কশেরুকা থাকায় এরা সহজেই ১৮০ ডিগ্রি পর্যন্ত বাঁক নিতে পারে।

ডলফিনরা বছরে একবারই বাচ্চা দেয়। প্রাকৃতিক পরিবেশে এরা প্রায় ৩০ বছর বাঁচে। ওরা লম্বায় একেক জন ৮ থেকে ১০ ফুট পর্যন্ত হয়। আর ওজন হয় একজন পূর্ণ বয়স্ক মানুষের মতোই। ওদের ওজন গড়ে ২০০ পাউন্ড, মানে প্রায় ৮০ কেজির মতো। তবে জন্মের পর বাচ্চা ডলফিনের ওজন হয় মাত্র ১ কেজি! আর লম্বায় থাকে মাত্র ৩০ ইঞ্চি! এরা ছোট ছোট মাছ, ক্যাটফিশ, কাঁকড়া, ছোট ছোট কচ্ছপ, পিরানহা মাছ এগুলো খায়। মিঠা পানির ডলফিনদের মধ্যে ওদের আকৃতিই সবচেয়ে বড়।
২২ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এস.এ.সুমন/একে

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে