মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০১৫, ০২:৪৪:৪৮

‘কণ্ঠস্বর শুনিয়ে হবে ব্যাংকে লেনদেন’

‘কণ্ঠস্বর শুনিয়ে হবে ব্যাংকে লেনদেন’

এক্সক্লুসিভ ডেস্ক : আর ব্যবহার হচ্ছে না পাসওয়ার্ড।  এখন থেকে শুধুমাত্র কণ্ঠস্বর শুনিয়ে লেনদেন হবে ব্যাংকে।  ভারতের এই সিস্টেম চালু হচ্ছে অতি শিগগিরই।

ভারতের সবচেয়ে বড় প্রাইভেট ব্যাংক আইসিআইসিআই চালু করছে এই সুবিধা।  এখন থেকে টাকা লেনদেনের ক্ষেত্রে কোনো পাসওয়ার্ড ব্যবহার করতে হবে না।

কণ্ঠস্বরই হবে পাসওয়ার্ড।  এতদিন ব্যাংকে বা এটিএম থেকে টাকা তুলতে গেলে পাসওয়ার্ড ব্যবহার করতে হতো।

আইসিআইসিআই ব্যাংকের প্রধান চন্দা কোচর গণমাধ্যমকে জানিয়েছেন, এখন থেকে শুধুমাত্র কণ্ঠস্বর শুনিয়েই টাকা লেনদেন করা যাবে।

তিনি জানান, কারণ স্মার্টফোনে ১৬ সংখ্যার কার্ড নম্বর ও ৪ সংখ্যার পিন নম্বর দেয়ার নানা ঝক্কি ছিল।  হরহামেশাই ভুল হয়ে যেত।  তার চেয়ে এই ব্যবস্থা অনেক বেশি সুরক্ষিত হবে।

বলা হয়েছে, কণ্ঠস্বরই আপনার পাসওয়ার্ডের কাজ করবে।  আইসিআইসিআই ব্যাংকের বিভিন্ন কল সেন্টারগুলোতে খুব শিগগিরই এ সুবিধা মিলবে।  এ কথা জানিয়েছেন ওই ব্যাংকের প্রধান চন্দা কোচর।  এ ব্যবস্থা চালু হয়ে গেলে প্রায় ৩.৩ কোটি গ্রাহক এর সুবিধা পাবে।  সূত্র : ওয়ান ইন্ডিয়া

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে