মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০১৫, ১০:৫৯:৩৩

৭ বছরের শিশু যখন পুলিশ

৭ বছরের শিশু যখন পুলিশ

এক্সক্লুসিভ ডেস্ক : ঘটনাটি শুনলে বিশ্বাস করার মত নয়।  কিন্তু শিশুটির যে স্বপ্ন ছিল পুলিশ অফিসার হওয়ার।  ভাগ্যের নির্মম পরিহাস, শিশুটির সে স্বপ্ন ধূলিস্যাৎ হতে যাচ্ছে।  তার বাঁচার সম্ভাবনা মাত্র ১০ থেকে ১৫ ভাগ।  এমনটাই জানিয়েছেন চিকিৎসকরা।

সাত বছরের শিশু মেহেক সিং।  ক্ষুদে মেয়েটি শিশুটির স্বপ্ন ছিল বড় হয়ে পুলিশের বড় কর্মকর্তা হবে।  কিন্তু ক্যান্সারে আক্রান্ত হয়ে এখন সে মৃত্যুর প্রহর গুনছে।  

চিকিৎসকদের মতে,  এ অবস্থায় তার স্বপ্ন পূরণে এগিয়ে আসে মুম্বাইয়ের ‘মেক এ উইস’ এনজিও এবং স্থানীয় পুলিশ প্রশাসন।  তাদের সম্মিলিত প্রচেষ্টায় শুক্রবার একদিনের জন্য পুলিশ হয়েছে শিশু মেহেক।

মুম্বাইয়ের বোহইওয়াদা থানায় পুলিশের পোশাক পরে বেশ কয়েক ঘণ্টা দায়িত্ব পালন করে মেহেক।  এ সময় থানার অন্য পুলিশরা তাকে সেলুট দেয়।  এ খবর দিয়েছে এনডিটিভি।

একদিনের জন্য পুলিশ হতে পারায় বেজায় খুশী মেহেক।  শিশুটি বলছে, পুলিশ অফিসার হয়ে দেশকে রক্ষা করার স্বপ্ন ছিল।  আজ সেই স্বপ্ন তার পূরণ হলো।

মৃত্যু পথযাত্রী মেয়েটির স্বপ্ন পূরণ করতে পারায় থানার পুলিশ সদস্যরাও আনন্দিত।  এ ব্যাপারে থানার সিনিয়র পুলিশ ইন্সপেক্টর সুনীল তন্দওয়ালকার বলেছেন, মেহেক পুলিশ হয়ে দেশকে রক্ষা করতে চেয়েছিল। সমাজের কল্যাণের জন্য কাজ করতে চেয়েছিল।  আমরা তার শখটা পূরণ করতে পেরে খুব ভালো লাগছে।

মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল হাসপাতালের ক্যান্সারে আক্রান্ত শিশুদের ৭০ ভাগই সেরে ওঠে।  এ দাবি চিকিৎসকদের।  কিন্তু এখানে চিকিৎসাধীন মেহেক একেবারে শেষ পর্যায়ে রয়েছে।  

ক্যান্সার আক্রান্ত শিশুদের বিভিন্ন শখ পূরণ করে থাকে হাসপাতাল কর্তৃপক্ষ। এতে তাদের মধ্যে একটা মানসিক শক্তি সঞ্চার হয়।  তাতে চিকিৎসা সেবায় কাজে আসে।
২২ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে