বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৫, ০৩:৩৩:১২

অস্ত্রোপচারে ৮০ ভাগ ডায়াবেটিস কমে

অস্ত্রোপচারে ৮০ ভাগ ডায়াবেটিস কমে

এক্সক্লুসিভ ডেস্ক : অস্ত্রোপচার করে যারা শরীরের ওজন কমান তাদের টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকি প্রায় আশি শতাংশ কম বলে দাবি করা হয়েছে এক গবেষণায়।

ব্রিটেনের গবেষকরা এ গবেষণাটি চালান প্রায় চার হাজার প্রাপ্ত বয়স্ক মানুষের ওপর।

গবেষণায় তারা দেখেছেন, যারা অস্ত্রোপচার করে বা ‘গ্যাস্ট্রিক ব্যান্ড’ ব্যবহার করে ওজন কমিয়েছেন তাদের মধ্যে ডায়াবেটিসের ঝুঁকি অন্যদের তুলনায় অনেক অনেক কম।

নারী এবং পুরুষ উভয়ের ক্ষেত্রে এ গবেষণায় একই রকমের ফল দেখা গেছে বলে গবেষকরা বলেছেন।

লন্ডনের কিংস কলেজের গবেষকরা এ গবেষণার ফল সম্প্রতি ‘ল্যান্সেট ডায়াবেটিস অ্যান্ড এন্ডোক্রাইনোলজি’তে প্রকাশ করেন। সূত্র : বিবিসি বাংলা
২৩ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে