রবিবার, ২৫ ডিসেম্বর, ২০১৬, ০২:৫৮:৩৭

আরও আত্মঘাতী হামলার আশঙ্কা কাদেরের

আরও আত্মঘাতী হামলার আশঙ্কা কাদেরের

ফেনী : দেশে আত্মঘাতী হামলার ঘটনা আরও ঘটতে পারে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রবিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদরের ফতেহপুরে রেল-ওভারপাসের উন্নয়ন কাজ পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ সব কথা বলেন। শনিবার রাজধানীর আশকোনায় একটি জঙ্গি আস্তানায় আত্মঘাতী বিস্ফোরণে এক নারীর মৃত্যুর ঘটনা প্রসঙ্গে এই কথা বলেন তিনি।

মন্ত্রী এ সময় বলেন, ‘জনগণকে সঙ্গে নিয়ে শেখ হাসিনার নেতৃত্বে এদের প্রতিহত করতে হবে।’ এ সময় মন্ত্রীর সঙ্গে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘জঙ্গিবাদ দমনে সরকার সামান্যতম শৈথিল্য প্রদর্শন করেনি। বার্লিন, আমেরিকা, ফ্রান্স, পাকিস্তানে এ ঘরণের ঘটনা ঘটছে। গুলশান ও শোলাকিয়ার ঘটনা শেখ হাসিনা সাহসিকতার সঙ্গে মোকাবেলা করেছেন। আমরা আমাদের অবস্থানে জঙ্গিবাদের বিরুদ্ধে কঠোর আছি।’
২৫ ডিসেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে