সোমবার, ২০ নভেম্বর, ২০১৭, ০৫:১৬:২৮

ফাঁকা মাঠে গোল দিয়ে ক্ষমতায় যেতে চাই না : ওবায়দুল কাদের

ফাঁকা মাঠে গোল দিয়ে ক্ষমতায় যেতে চাই না : ওবায়দুল কাদের

ফেনী থেকে : আমরা একটা প্রতিদ্বন্দ্বিতামুলক নির্বাচন চাই। আমরা ফাঁকা মাঠে গোল দিয়ে ক্ষমতায় যাব এরকম নির্বাচন শেখ হাসিনার সরকার করতে চায়না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার বিকেলে ঢাকা থেকে নোয়াখালী যাওয়ার পথে ফেনীর মহিপাল ফ্লাইওভারের কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদে বলেন, ‘খালেদা জিয়ার মামলা আদালতে বিচারাধীন রয়েছে, সেই মামলা বিচার কার্যক্রমে এগিয়ে চলছে। সেই মামলা শেষ পর্যন্ত একটা রায় হবে।’

তিনি বলেন, ‘সেই রায়ে বেগম জিয়া দন্ডিত হবেন না খালাস হবেন তা এই মুহুর্তে বলা যাচ্ছে না। তবে, সরকার আন্তরিকভাবে চায় বিএনপি গতবার যে ভুল করেছে সেই ভুলের পুনরাবৃত্তি না ঘটিয়ে নির্বাচনে আসুক। আমরা একটা প্রতিদন্দিতামুলক নির্বাচন চাই। আমরা ফাঁকা মাঠে গোল দিয়ে ক্ষমতায় যাব এরকম নির্বাচন শেখ হাসিনার সরকার করতে চায়না।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সৈয়দপুরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের সঙ্গে সাক্ষাতে কুশল বিনিময় হয়েছে। এর বেশি কিছু হয়নি। এটিকে নিয়ে বিরূপ মন্তব্য করার কিছু নেই বলেও তিনি মন্তব্য করেন।

মন্ত্রী মহিপাল ফ্লাইওভার সম্পর্কে বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়েকর ফেনীর মহিপালে ১৮১ কোটি টাকা ব্য য়ে দেশের প্রথম ছয় লেন বিশিষ্ট ফ্লাইওভারটির কাজ শেষ পর্যায়ে রয়েছে। আগামী ডিসেম্বরের শেষ সপ্তাহে প্রধানমন্ত্রী এটি উদ্বোধন করবেন। নির্ধারিত সময়ের ছয় মাস আগে ১৬ ডিসেম্বরে মধ্যে এটির কাজ শেষ করবে সেনাবাহিনী।

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে