সোমবার, ১৮ জুন, ২০১৮, ১০:৩২:৪৮

১০ ট্রাক অস্ত্র আটককারী ইন্সপেক্টর হেলাল উদ্দিন সড়ক দুর্ঘটনায় নিহত

১০ ট্রাক অস্ত্র আটককারী ইন্সপেক্টর হেলাল উদ্দিন সড়ক দুর্ঘটনায় নিহত

নিউজ ডেস্ক: ২০০১ সালে আলোচিত ১০ ট্রাক অস্ত্র আটককারী চট্টগ্রাম বন্দর থানার তৎকালীন সার্জেন্ট এবং বর্তমানে ইন্সপেক্টর হেলাল উদ্দিন ভূঁইয়া ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। রবিবার (১৭ জুন) দুপুর ২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ খান চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ওসি রাশেদ খান চৌধুরী বলেন, ‘রবিবার দুপুর ২টার দিকে গ্রামের বাড়ি কুমিল্লার চান্দিনা থেকে চট্টগ্রামে কর্মস্থলে যাওয়ার সময় ফেনীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নাসির মেমোরিয়াল কলেজ এলাকায় হেলাল উদ্দিন ভূঁইয়ার প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। পরে আরও একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়।

সেখানে থেকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে পুলিশ। তাকে ফেনী সদর হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন চিকিৎসকেরা। সে অনুযায়ী ঢাকায় আনার পথে তার মৃত্যু হয়।’
মহিপাল হাইওয়ে থানার ওসি আব্দুল আওয়াল বলেন, ‘দুর্ঘটনায় নিহত হেলাল উদ্দিনের প্রাইভেটকারটি উদ্ধার করে থানায় রাখা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ফেনীর ভারপ্রাপ্ত পুলিশ সুপার ঐক্য সিং  বলেন,নিহত হেলাল উদ্দিনের লাশ ঢাকা মেডিক্যাল থেকে তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে ।

প্রসঙ্গত, ২০০৪ সালে ১ এপ্রিল চট্টগ্রাম বন্দরে তৎকালীন সার্জেন্ট হেলাল ও সার্জেন্ট আলাউদ্দিন সাহসিকতার সঙ্গে দশ ট্রাক অস্ত্রের চালান আটক করেন। এই অস্ত্র আটকের ঘটনায় সেই সময় ক্ষমতাসীন সরকারের রোষানলে পড়েছিলেন পুলিশের এই দুই সার্জেন্ট। তাদেরকে উল্টো অস্ত্র মামলায় আসামি করে পাঠানো হয় জেলে। ২৮ মাস কারাবাস শেষে মুক্তি মেলে তাদের । পরে ২০১১ সালের ৮ আগস্ট তারা ফিরে পেয়েছিলেন হারানো চাকরি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে