বৃহস্পতিবার, ১২ মে, ২০১৬, ০২:৫০:২২

বোমার আঘাতেও হৃদয়-অনিকের জিপিএ-৫

বোমার আঘাতেও হৃদয়-অনিকের জিপিএ-৫

ফেনী প্রতিনিধি : দুর্বৃত্তদের বোমার আঘাতেও দমাতে পারেনি শাহরিয়ার হৃদয় ও মিনহাজ উদ্দিন অনিককে।  এ অবস্থার মধ্যেও তারা জিপিএ- ৫ অর্জন পেয়েছে।  

ফেনীতে গত ৫ জানুয়ারি নির্বাচনের পর দুর্বৃত্তদের বোমা হামলায় আহত হন তারা।  বুধবার এসএসসি ও সমমানের ফল প্রকাশ হলে দুই পরিবারের মধ্যে আনন্দ ছড়িয়ে পড়ে।

আহত হওয়ায় কারণে গতবছর তারা এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি।

জানা গেছে, এবারের এসএসসি পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে শাহরিয়ার হৃদয় ও মিনহাজ উদ্দিন অনিক পরীক্ষায় অংশ নেয়।

অনিক জানান, দুর্বৃত্তদের বোমার আঘাতে আমার চোখ নষ্ট হয়ে যায়।  দীর্ঘদিন চিকিৎসার পর ডানপাশে একটি কৃত্রিম চোখ লাগানো হয়েছে।  আমার কপালের হাড় ভেঙে গেছে।  এখনো ভালোভাবে সেরে ওঠেনি।   চিকিৎসার জন্য আবারো ভারত যাব।

মহান আল্লাহর কাছে সন্তুষ্টি প্রকাশ করে হৃদয় বলেন, চোখ হারানোর আগে যেভাবে পড়ালেখা করতে পারতাম।  এখন আর সেভাবে পারি না।  পড়ার চেষ্টা করলে মাথা ব্যথা করে, চোখ দিয়ে পানি পড়ে।

ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বলেন, দুর্বৃত্তদের বোমার আঘাতে আহত দুই শিক্ষার্থী জিপিএ-৫ পাওয়ায় খুবই ভালো লাগছে।

উল্লেখ্য, গত ৫ জানুয়ারি নির্বাচনের পর বিএনপি-জামায়াতের হরতাল-অবরোধের প্রতিবাদে ফেনীতে আওয়ামী লীগ আয়োজিত সমাবেশের সামনে দিয়ে রিকশায় যাওয়ার পথে দুর্বৃত্তদের বোমার আঘাতে  আহত হন অনিক ও হৃদয়।
১২ মে,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে