শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৬, ১১:২৩:০৮

মোটরসাইকেল কিনে না দেয়ায় ঘরে পেট্রল ঢেলে আগুন দিল ছেলে, দগ্ধ মা-বাবা

মোটরসাইকেল কিনে না দেয়ায় ঘরে পেট্রল ঢেলে আগুন দিল ছেলে, দগ্ধ মা-বাবা

ফরিদপুর : মোটরসাইকেল কিনে না দেয়ায় মা-বাবার ওপর ক্ষুব্ধ হয়ে ঘরে আগুন ধরিয়ে দেয় ১৭ বছরের ছেলে।  এতে ওই কিশোরের মা-বাবা দগ্ধ হন।

ঘটনাটি ঘটে গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে জেলা শহরের কমলাপুর বটতলা এলাকায়।  

এ ঘটনায় দগ্ধ বাবা এটি এম রফিকুল হুদাকে (৪৮) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।  মা সিলভিয়া হুদাকে (৪০) ফরিদপুরে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

দগ্ধ রফিকুল হুদা পেশায় ব্যবসায়ী।  ওই কিশোর তাদের একমাত্র সন্তান।

রফিকুল হুদার ভগ্নিপতি আকরাম উদ্দিন আহমেদ জানান, এ বছর ফরিদপুর জিলা স্কুল থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়।  বাবার কাছে নতুন মডেলের একটি মোটরসাইকেল দাবি করে সে।

‌‘মোটরসাইকেল কিনে দিতে অস্বীকৃতি জানালে সে বাবার ওপর ক্ষুব্ধ হয়।  একপর্যায়ে সে ঘরের মধ্যে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়।  এতে রফিকুল হুদার শরীরের বিভিন্ন অংশ ও মা সিলভিয়া হুদার পায়ের কিছুটা অংশ পুড়ে যায়।

এলাকাবাসী তাদের উদ্ধার করে প্রথমে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়।  তবে রফিকুলের অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়।

ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক আবুল কালাম আজাদ বলেন, আগুনে রফিকুল হুদার শরীরের ৬০ ভাগ পুড়ে গেছে।  তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়েছে।

এ ব্যাপারে ফরিদপুর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিন জানান, এ ঘটনায় শুক্রবার বিকেল পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি।  অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
১৬ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে