বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০১৬, ১২:৩৩:১৬

ভারতীয় সিরিয়াল দেখতে না পারায় স্কুলছাত্রীর আত্মহত্যা

ভারতীয় সিরিয়াল দেখতে না পারায় স্কুলছাত্রীর আত্মহত্যা

ফরিদপুর : টেলিভিশনে ভারতীয় চ্যানেল দেখা নিয়ে বড় বোনের সঙ্গে ঝগড়া করে ঘরের আড়ায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে সোনিয়া আক্তার  (১৩) নামে এক স্কুলছাত্রী। সোমবার রাত ১০টার দিকে ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের ভাটি কানাইপুর গ্রামে এ ঘটনা ঘটেছে ।

সোনিয়া আক্তার ভাটি কানাইপুর গ্রামের বাসিন্দা মনোহরি সামগ্রী বিক্রেতা স্বপন মিয়ার মেয়ে। সোনিয়া কানাইপুর উচ্চ বিদ্যালয় থেকে এ বছর জেএসসি (জুনিয়ার স্কুল সার্টিফিকেট) পরীক্ষায় অংশ নিয়েছিল। এক ভাই ও দুই বোনের মধ্যে সোনিয়া ছিল সকলের ছোট। কিন্তু সবার আগেই চলে গেলেন না ফেরার দেশে।

পরিবার ও স্থানীয়দের সূত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে ৮টার দিকে টিভিতে হিন্দি সিরিয়াল আর সংগীত বাংলা চ্যানেল দেখা নিয়ে বড় বোন একই বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী শারমীন আক্তারের (১৫)  সাথে সোনিয়ার ঝগড়া শুরু হয়। ঝগড়ার এক পর্যায়ে বাবা স্বপন মিয়া এসে তাদের বকাঝকা করে দুই বোনকেই চড় থাপ্পড় মারেন।

এ ঘটনার পর সোনিয়ার রেগে পাশের ঘরের একটি কক্ষে ঢুকে দরজা আটকে দেয়। অনেক সময় ধরে দরজা বন্ধ রাখলে পরিবারের লোকজন ডাকাডাকি শুরু করে কিন্তু সোনিয়ার সাড়া না পেয়ে রাত ১০টার দিকে ওই ঘরের দরজা ভেঙে ঢুকে আড়ার সঙ্গে সোনিয়াকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে সোনিয়াকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কানাইপুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ফকির বেলায়েত হোসেন জানান, মঙ্গলবার সকালে জানাজা শেষে কানাইপুর গোরস্থানে সোনিয়ার লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হয়।

১৫ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে