শুক্রবার, ০৩ জুন, ২০১৬, ০২:২৯:২০

আওয়ামী লীগের প্রার্থীর হামলায় চোখ হারানোর পথে বিএনপি প্রার্থীর ভাই!

আওয়ামী লীগের প্রার্থীর হামলায় চোখ হারানোর পথে বিএনপি প্রার্থীর ভাই!

ফরিদপুর : চলমান ইউনিয়ন পরিষদ (ইউপি) ভোট কেন্দ্র করে ফরিদপুরে আওয়ামী লীগ প্রার্থী ও তার সমর্থকদের হামলায় চোখ হারানোর পথে বিএনপি প্রার্থীর ভাই। জেলার নগরকান্দা উপজেলার ডাংগী ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী আবুল কালাম আজাদ ও তার সমর্থকরা বিএনপি  প্রার্থী বদিউজ্জামান তারা মোল্যার ছোট ভাই মনিরুজ্জামান টিটু মোল্যার ওপর হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গোছে। এতে টিটু মোল্যার বাম পাশের চোখটিতে মারাত্বক আঘাত পান। তিনি এখন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনায় উত্তপ্ত এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

বিএনপি প্রার্থী তারা মোল্যা অভিযোগ করে বলেন, বুধবার রাতে নির্বাচনী প্রচারণার সময় নৌকা প্রতীকের প্রার্থী কাজী আবুল কালাম আজাদ ও তার কর্মীরা আমার ভাই টিটু মোল্যার উপর অতর্কিত হামলা চালায়। এসময় তারা লোহার রড, কাঠের লাঠি দিয়ে বেদমভাবে তাকে প্রহার করে। একপর্যায়ে সন্ত্রাসীরা তার চোখ উপড়ে ফেলার চেষ্টা করে। স্থানীয়রা এগিয়ে এলে প্রাণে বেঁচে যায় টিটু। মারাত্বক আহত অবস্থায় টিটুকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত টিটু মোল্যা জানায়, নির্বাচনী প্রচারণার সময় কাজী আবুল কালামসহ ২০/২৫ জন তার উপর হামলা চালায়। একপর্যায়ে তার বাম চোখে লাঠি দিয়ে আঘাত করা হয়। বর্তমানে সে বাম চোখে কোনো কিছুই দেখতে পারছে না।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, দ্রুত উন্নত চিকিৎসা করানো না গেলে টিটুর বাম চোখটি সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যেতে পারে। এ বিষয়ে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী কাজী আবুল কালাম আজাদের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেও কথা বলা যায়নি।

এদিকে, শনিবার অনুষ্ঠিত নির্বাচন সুষ্ঠ ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির প্রার্থী বদরুজ্জামান তারা মোল্যা ও স্বতন্ত্র প্রার্থী সাইফুজ্জামান চৌধুরী বুলবুল। এ দুই প্রার্থীই আওয়ামী লীগ প্রার্থীর বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগ করে বলেন, নৌকা প্রতীকের প্রার্থী কাজী আবুল কালাম সন্ত্রাসী বাহিনী দিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। নৌকা প্রতীকে ভোট না দিলে ভোটারদের মামলা দিয়ে হয়রানি করবে বলে হুমকি দিয়েছে।
৩ জুন/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে