বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০১৭, ০৭:১০:১০

মাদ্রাসায় কোন জঙ্গি নাই: গাজীপুর পুলিশ সুপার

মাদ্রাসায় কোন জঙ্গি নাই: গাজীপুর পুলিশ সুপার

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) সংবাদদাতা: গাজীপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ বিপিএম,পিপিএম(বার) বলেছেন, ‘মাদরাসায় কোন জঙ্গি নেই। এক সময় বলা হতো জঙ্গিরা মাদ্রাসায় পড়ে। হলি আর্টিজেনের নয় জন জঙ্গির কেউই মাদরাসায় পড়েনি। মাদরাসায় জঙ্গি আছে, এ কথা আজ মিথ্যা প্রমানিত হয়েছে।

তিনি আজ বৃহস্পতিবার বিকালে গাজীপুরের কাপাসিয়ার তরগাাঁও মাদরাসা ফয়যুল আবরার প্রাঙ্গনে তানযীমুল মাদারিসিল কওমিয়্যাহ মাদরাসা সমূহের উদ্যোগে কৃতি ছাত্রদের বৃত্তি প্রদান, পুরস্কার বিতরণ, ‘মাদকাসক্ত নিরাময় ও নিয়ন্ত্রণে উলামায়ে কেরামের ভুমিকা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন।  

তিনি আরো বলেন, আলেম ওলামারা আমাদের প্রিয় মানুষ, পবিত্র মানুষ ও শ্রদ্ধার পাত্র। মাদরাসায় যারা পড়ে , তাদের মধ্যে সহনশীলতা, উদারতা ও ত্যাগের মানুষিকতা রয়েছে। একমাত্র আলেম ওলামরাই পারে , এদেশ থেকে সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক নির্মূল করতে। ইসলাম শান্তির ধর্ম, বিশ্ব নবী হযরত মুহাম্মদ (সঃ) এসেছিলেন, বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করতে। সারা পৃথিবীর মানুষ ব্যাপক ভাবে আজ ইসলামের দিকে দিক্ষিত হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র সহ ইসলাম বিরোধী শক্তি আজ ষড়যন্ত্রমূলক ভাবে পবিত্র ধর্ম ইসলামকে জঙ্গি ধর্ম হিসাবে প্রমান করতে উঠে পড়ে লেগেছে। তারা ইসলামের নব জাগরণকে ধ্বংস করতে চায়। দ্বিনী শিক্ষার মাধ্যমে মাদক ও অপরাধ ধমন করা সম্ভব। বাংলাদেেেশ কোন আইএস নেই, কোন জঙ্গি নেই। এসব কিছু বিদেশী ও তাদের এজেন্টদের ষড়যন্ত্র।

কাপাসিয়া তানযীমুল মাদারিসিল কওমিয়্যাহ চেয়ারম্যান অধ্যক্ষ মুহাম্মাদ মিজানুর রহমান চৌধুরীর সভাপতিত্বে  অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন,  কাপাসিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা, উপজেলা আওয়ামীলীগ সভাপতি সাবেক এমপি মুহম্মদ শহীদুল্লাহ, কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর সিদ্দিক, বিবি হারেছা বেগম দাতব্য সংস্থার চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মুহাম্মাদ মতিউল ইসলাম, তরগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আইয়ুবুর রহমান সিকদার, কাপাসিয়া দারুল উলুম মাদরাসার সভাপতি মোঃ মফিজ উদ্দিন, তানযীমুল মাদারিসিল কওমিয়্যাহ’র প্রধান উপদেষ্টা মাওলানা আব্দুস সবুর, তানযীমুল মাদারিসিল কওমিয়্যাহ’র সিনিয়র সহ-সভাপতি মাওলানা মোঃ মুর্শিদুর রহমান, তানযীমুল মাদারিসিল কওমিয়্যাহ’র সহ-সভাপতি মাওলানা মাহমুদুল হাসান (মারুফ), তানযীমুল মাদারিসিল কওমিয়্যাহ’র মহাসচিব মাওলানা আহম্মদ আলী, মাদরাসা ফয়যুল আবরারের প্রতিষ্ঠাতা সেক্রেটারী আলহাজ্ব বদরুজ্জামান বেপারী প্রমুখ।
১৬ মার্চ ২০১৭/এমটিনিউজ২৪/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে