বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০১৭, ০৭:৫৫:১০

কাপাসিয়ায় শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতার ফলাফল প্রকাশ

 কাপাসিয়ায় শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতার ফলাফল প্রকাশ

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গাজীপুর সাংবাদিক ইউনিয়ন, কাপাসিয়া ইউনিট আয়োজনে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতার ফলাফল প্রকাশিত হয়েছে। ১৬ মার্চ বৃহস্পতিবার দুপুরে উপজেলা শহরে সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে এ ফলাফল ঘোষণা করেন সংগঠনের আহবায়ক ও পরীক্ষা নিয়ন্ত্রক সাংবাদিক নূরুল আমীন সিকদার।

চিত্রাংকন প্রতিযোগিতায় ক শাখায় ১ম স্থান সেজিন, ২য় স্থান জোনায়েত হাসান, তয় স্থান মেহজাবিন আনিকা, ৪র্থ স্থান তানিয়া, ৫ম স্থান তানহা। খ শাখায় ১ম স্থান মারিয়া তাবাসসুম মিতু, ২য় স্থান ঝুমা, ৩য় স্থান মাশপিয়া ৪র্থ স্থান শিফা হক, ৫ম স্থান মেহনাজ নওমী।

কর্তৃপক্ষ জানায়, বঙ্গতাজ তাজউদ্দীন আহমদ,  শহীদ মিনার, জাতীয় পতাকা, ঘুড়ি ও জাতীয় ফুল শাপলা’র ছবি আঁকা প্রতিযোগিতায় ক ও খ শাখায় ১০০ শিশু শিক্ষার্থী অংশগ্রহন করেছে। এতে উপজেলার গাজীপুর ক্যাডেট একাডেমি, বেলাশী প্রগতি একাডেমি, বারাব সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেলাশী সরকারি প্রাথমিক বিদ্যালয়, বীর উজলী বিদ্যানিকেতন, ব্র্যাক স্কুল, বেলাশী সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহন করে।

১ম স্থান অধিকারী গাজীপুর ক্যাডেট একাডেমির মারিয়া তাবাস্সুম মিতুর মা শামীমা সুলতানা সুইটি কর্তৃপক্ষকে জানান, এ ধরনের আয়োজন শিশুদের জন্য খুব প্রয়োজন। আমি আমার শিশুকে প্রতিবছর এ প্রতিযোগিতায় অংশগ্রহনে সহযোগিতা করি।
বেলাশী প্রগতি একাডেমির পরিচালক ও প্রধান শিক্ষক মন্জুরুল হক জানান, চিত্রাংকন প্রতিযোগিতায় শিশুদের মানসিক বিকাশে সহায়ক হবে বলে আমি মনে করি। শিশুদের এ চিত্রাংকন প্রতিযোগিতা অব্যাহত থাকবে।
১৬ মার্চ ২০১৭/এমটিনিউজ২৪/টিটি/পিএস

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে