রবিবার, ০৯ এপ্রিল, ২০১৭, ০৪:২০:৪১

মুফতি হান্নানের ফাঁসি কার্যকরে প্রস্তুত কারাগার

মুফতি হান্নানের ফাঁসি কার্যকরে প্রস্তুত কারাগার

গাজীপুর থেকে : নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ (হুজি) নেতা মুফতি আব্দুল হান্নানের ফাঁসির দণ্ড কার্যকরে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার। তবে মুফতি হান্নানের প্রাণভিক্ষার আবেদন খারিজের কোনও কাগজপত্র রবিবার বিকাল নাগাদও কারাগারে আসেনি।

আসামাত্রই রায় বাস্তবায়নে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার মিজানুর রহমান এই তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আমরা শুনেছি মহামান্য রাষ্ট্রপতি মুফতি হান্নানের প্রাণভিক্ষার আবেদন খারিজ করে দিয়েছেন। কিন্তু এ সংক্রান্ত কোনও কাগজপত্র আমরা পাইনি। আদালতের আদেশ বাস্তবায়নের জন্য কারা মহা পরিদর্শকের নির্দেশক্রমে এ সংক্রান্ত প্রস্তুতি আমাদের রয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র পেলে আমরা বিধিমোতাবেক তা বাস্তবায়ন করবো।’

প্রসঙ্গত, গত ২২ মার্চ মুফতি হান্নান ও তার সহযোগী শরীফ শাহেদুল বিপুলকে উচ্চ আদালতের রায় পড়ে শোনানো হয়। গত ২৩ মার্চ কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে তাদের মৃত্যু পরোয়ানা আসে। ২৭ মার্চ সন্ধ্যায় মহামান্য রাষ্ট্রপতির কাছে মুফতি আব্দুল হান্নান ও বিপুল প্রাণভিক্ষার আবেদন করে। রাষ্ট্রপতি সেই আবেদন নাকচ করে দেন।
০৯ এপ্রিল ২০১৭/এমটি নিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে