বুধবার, ১৯ এপ্রিল, ২০১৭, ০৪:৩৫:০১

কাপাসিয়ায় বিশ্বসাহিত্য কেন্দ্রের উদ্যোগে ‘বইপড়া’ কর্মসূচি শুরু

  কাপাসিয়ায় বিশ্বসাহিত্য কেন্দ্রের উদ্যোগে ‘বইপড়া’ কর্মসূচি শুরু

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়া উপজেলার ৭টি বিদ্যালয়ে বিশ্বসাহিত্য কেন্দ্রের উদ্যোগে গতকাল বুধবার সকালে বিকাশ লিমিটেডের সহায়তায় বইপড়া কর্মসুচি শুরু হয়েছে। অংশ গ্রহনকারী বিদ্যালয় গুলো হলো বঙ্গতাজ আদর্শ উচ্চ বিদ্যালয়, ভূবনের চালা উচ্চ বিদ্যালয়, বড়ছিট আদর্শ উচ্চ বিদ্যালয়, নলগাঁও উচ্চ বিদ্যালয়, কামারগাঁও উচ্চ বিদ্যালয়, চিনাডুলী বাঘিয়া এম আর উচ্চ বিদ্যালয় এবং আলাউদ্দিন খান উচ্চ বিদ্যালয়।

প্রধান অতিথি হিসাবে ছাত্র-ছাত্রীদের হাতে বই তুলে দিয়ে ‘বই পড়া’ কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ও সংস্কৃতি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সিমিন হোসেন রিমি।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাকছুদুল ইসলামের সভাপতিত্বে পরিষদ মিলনায়তনে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন বিকাশ লিমিটেডের হেড অব কর্পোরেট অ্যাফেয়ার্স ক্যাপ্টেন (অবঃ বি.এন) সাবের শরিফ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক এমপি মুহম্মদ শহীদুল্লাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রকিব হাসান, বিশ্বসাহিত্য কেন্দ্রের পরিচালক শরিফ মোঃ মাসুদ, অনুষ্ঠান পরিচালনা করেন বিশ্ব সাহিত্য কেন্দ্রের পাঠ অভ্যাস কর্মসূচির মেজবা উদ্দিন সুমন, বিকাশ চক্র প্রমূখ। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ, সমাজিক ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ  উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বিশ্বসাহিত্য কেন্দ্র বিভিন্ন স্কুল ও কলেজের ছাত্র-ছাত্রীদের জন্য পরিচালিত বইপড়া কর্মসূচির আওতায় বিকাশ লিমিটেড আলোকিত মানুষ, বিকশিত মানুষ ‘দেশভিত্তিক উৎকর্ষ কার্যক্রমে’ ২০১৭ সালে ৩৮০০০ বইসহ গত ৪ বছরে এ পর্যন্ত প্রায় ১৪০,০০০ কপি বই প্রদান করেছে । বর্তমানে সারাদেশে এই কর্মসূচির আওতায় প্রায় ২,০০০ শিক্ষা প্রতিষ্ঠানে ২ লাখ ছাত্র-ছাত্রী অর্ন্তভুক্ত রয়েছে।
১৯ এপ্রিল ২০১৭/এমটি নিউজ২৪/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে