শুক্রবার, ২৬ মে, ২০১৭, ০৫:০৭:৪৫

‘সরকার নয়, সুপ্রিম কোর্টের সিদ্ধান্তেই ‘মূর্তি’ অপসারণ’

‘সরকার নয়, সুপ্রিম কোর্টের সিদ্ধান্তেই ‘মূর্তি’ অপসারণ’

গাজীপুর থেকে : সুপ্রিম কোর্টের সামনে স্থাপিত গ্রিক ভাস্কর্য অপসারণের বিষয়টি সরকারের কোনও এখতিয়ারে নেই। এটি সম্পূর্ণ সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার (২৬ মে) বেলা ১২টার দিকে গাজীপুরের চন্দ্রায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের লেনের উন্নীতকরণ কাজ পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

পরিদর্শনকালে সাংবাদিকদের সেতুমন্ত্রী বলেন, ‘আসন্ন রমজান ও ঈদে মানুষের দুর্ভোগ সহনীয় মাত্রায় রাখতে সড়কে ভাসমান দোকান পাট ও দখল উচ্ছেদ করতে হবে। এজন্য হাইওয়ে পুলিশ ও জেলা প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে।’

এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘গ্রিক দেবীর ভাস্কর্য অপসারণের ক্ষমতা সরকারের এখতিয়ারে নেই, এটি সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত। এটা একেবারেই কোর্টের এখতিয়ার।’

বিএনপির সমালোচনা করে সেতুমন্ত্রী বলেন, ‘সরকারের নজিরবিহীন উন্নয়নে বিএনপি আজ হতাশ। হতাশা থেকেই তারা বেপরোয়া হয়ে উঠছে। আচার-আচরণ ও কথাবার্তায় বেপরোয়া, মফস্বলে কোনও সভা করতে গেলে তারা একে অপরকে ধাওয়া-পাল্টা ধাওয়া করছে। লাঠিসোটা নিয়ে একে অপরকে আক্রমণ করছে।’

পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে হাইওয়ে ডিআইজি আতিকুল ইসলাম, ঢাকা বিভাগীয় অতিরিক্ত প্রধান প্রকৌশলী আব্দুস সবুর, জেলা প্রশাসক (ডিসি) ড.দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবীর, পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ হারুন অর রশীদসহ পুলিশ প্রশাসন, সড়ক ও জনপথের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
২৬ মে, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে