মঙ্গলবার, ০৮ আগস্ট, ২০১৭, ১০:২৫:৩৭

কাপাসিয়ায় শীতলক্ষ্যা নদীর উপর স্বপ্নের সেতু বাস্তবায়নের অপেক্ষায়

কাপাসিয়ায় শীতলক্ষ্যা নদীর উপর স্বপ্নের সেতু বাস্তবায়নের অপেক্ষায়

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়ায় শীতলক্ষ্যা ও ব্রক্ষ্মপুত্র নদীর সংযোগ মোহনায় কোটি মানুষের স্বপ্নের রানীগঞ্জ - ঘিঘাট সেতু নির্মাণে প্রাথমিক জরিপ কাজ শুরু হয়েছে। ৮ আগষ্ট মঙ্গলবার সকালে উপজেলার রানীগঞ্জ বাজার এলাকায় এ জরিপ কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

এই সেতুটি বাস্তবায়ন হলে দুই জেলার এপারের কাপাসিয়া এবং ওপারের শিবপুর ও মনোহরদী উপজেলার মানুষ বেশী উপকৃত হবে।
গত একনেকের সভায় শীতলক্ষ্যা- ব্রক্ষ্মপুত্র নদীর সেতু অনুমোদিত হয়েছে। এই সেতু যাতে দ্রুত বাস্তবায়ন হয় এরই প্রেক্ষিতে প্রাথমিক জরিপ এবং সেতুর মূল নকশার কাজ আরম্ভ করা হয়েছে। আগামী তিন মাসের মধ্যে মূল কাজের টেন্ডার আহবানের সম্ভাবনা রয়েছে। কাপাসিয়া উপজেলার দুর্গাপুর ইউনিয়নের রানীগঞ্জ বাজার সংলগ্ন ঘিঘাট হতে নরসিংদী জেলার শিবপুর উপজেলার লাখপুর হরিনারায়নপুরে মিলিত হবে।    

গাজীপুর ও নরসিংদী জেলার কোটি মানুষের দীর্ঘদিনের স্বপ্ন কাপাসিয়া শীতলক্ষ্যা নদীর উপর ৩৫০ মিটার দৈর্ঘের সেতুর প্রাথমিক জরিপ কাজ শুরুর সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খন্দকার আজিজুর রহমান পেরা, এলজিইডি’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ খলিলুর রহমান, এলজিইডি গাজীপুর নির্বাহী প্রকৌশলী মোঃ আমিনুল ইসলাম, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আহম্মদ আবদুল্লাহ, উপজেলা উপ- প্রকৌশলী মোঃ শফিকুল ইসলাম, কনসালটেন্ট জাকারিয়া পাঠান, মতিউর রহমান, আবদুর রহমান ভূঁইয়া, ইউপি চেয়ারম্যান এম এ গাফফার, কৃষকলীগ নেতা সুলতান উদ্দিন শেখ প্রমুখ।

উপজেলা পরিষদ চেয়ারম্যান খন্দকার আজিজুর রহমান পেরা বলেন, কাপাসিয়া এবং নরসিংদী জেলার শিবপুর উপজেলাসহ এই এলাকার কোটি মানুষের দীর্ঘদিনের স্বপ্নের সেতু আজ বাস্তবায়নের অপেক্ষায়। এ সেতু বাস্তবায়ন হলে গাজীপুরের সাথে পুর্বাঞ্চলের মানুষের মধ্যে যোগাযোগ ব্যবস্থায় একটি সেতুবন্ধন তৈরী হবে।

উপজেলা প্রকৌশলী আহম্মদ আবদুল্লাহ বলেন, গাজীপুর- ৪ কাপাসিয়া আসনের এমপি বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি গাজীপুর এবং নরসিংদী জেলার মানুষের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে শীতলক্ষ্যা নদীর উপর ব্রীজ স্থাপনে দীর্ঘদিন যাবত চেষ্টা করে আসছেন। ইতিমধ্যে একনেকের সভায় উল্লেখিত স্থানে সেতু নিমার্ণের নীতিগত সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। আজ এমপি’র প্রচেষ্টা বাস্তবায়নে এলজিইডি জরিপ কাজ শুরু করেছে।
এমটিনিউজ২৪ডটকম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে