শুক্রবার, ১৩ অক্টোবর, ২০১৭, ০৮:২৮:৫৫

কাপাসিয়ায় ২ বাড়িতে ডাকাতি, গ্রেফতার ৯

কাপাসিয়ায় ২ বাড়িতে ডাকাতি, গ্রেফতার ৯

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়া উপজেলার বড়জোনা ও বরুন (পঞ্চাত বাড়ি)  গ্রামে গত বৃহস্পতিবার গভীর রাতে ডাকাতি করে পালানোর সময় এলাকাবাসীর সহায়তায় ৯ ডাকাতকে আটক করেছে কাপাসিয়া থানা পুলিশ।

এসময় ডাকাতির মালামাল উদ্ধার করা হয়। ডাকাতিকালে ডাকাতের হামলায় গৃহকর্তা চাঁন মিয়া (৬৫) ও তার স্ত্রী মনোয়ারা বেগম (৪৫), তার ভাই হেলাল মিয়া (৪৭), কাপাসিয়া থানার ইন্সপেক্টর (অপারেশন) মনিরুজ্জামান খাঁন এবং গণপিটুনিতে ৯ ডাকাত সহ মোট ১৩ জন আহত হয়েছে বলে জানা গেছে। আহতদের কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ঢাকা পঙ্গু হাসপাতালে   ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে বড়জোনা গ্রামের চাঁনু বেপারীর বাড়ির কলাপসিবল গেইটের তালা কেটে ১০/১৫ জনের ডাকাত দল দরজা ভেঙ্গে বসতঘরে ঢুকে মালামাল লুট করতে থাকে।

এসময় ডাকাতদের হামলায় চাঁনু মিয়া, তার স্ত্রী ও ভাই হেলাল আহত হন। পরে ডাকাতরা নগদ অর্থ ও মালামাল লুট করে পালিয়ে যাবার সময় চান মিয়ার স্ত্রীর ডাক চিৎকার করে। ডাকাতির সংবাদ পেয়ে এলাকার লোকজন মোবাইলে ফোন করে স্বজনদের ও পুলিশে খবর দেয়।  খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।

এ সময় ডাকাত দল লেগুনা যোগে পালিয়ে যাওয়ার চেষ্টা কালে এলাকার লোকজন পুলিশের সহযোগিতায় ডাকাত দলকে পিছু দাওয়া করলে উপজেলার চাঁদপুরের তিলশুনিয়া এলাকায় চৌরাস্তা মোড়ে একটি ড্রেনের সাথে ধাক্কা লেগে লেগুনাটি নিয়ন্ত্রন হারিয়ে ছিটকে পড়ে।

এ সময়  সাতজন এবং পরে এলাকায় অভিযান চালিয়ে আরো দুইজন ডাকাতকে আটক করে গণপিটুনী দেয়। পরে পুলিশ তাদের আটক করে এবং হাসপাতালে চিকিৎসা দেয়।

আটককৃত ডাকাতরা হল কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার চরকুরুমচি গ্রামের মৃত আঃ মজিদের ছেলে সুলতান (২৫), নরসিংদী জেলার মাধবধী থানার ফালাইন্নার পুত্র  কবির (২৭), বাসাইল গ্রামের আঃ রহমানের পুত্র মিলন (২৬), বেলাব গ্রামের মতিনের পুত্র ইব্রাহীম (৩২), মৈশলদি গ্রামের সৈয়দ আলীর পুত্র রফিক (৩৯)। উদিংগা গ্রামের লোক মিয়ার পুত্র আলী হোসেন (২০),  সাগরদি গ্রামের মৃত বাতেনের পুত্র শফিকুল ইসলাম বাদল (২৬), ময়মনসিংহ জেলার ইশ^রগঞ্জ থানার লাউরী গ্রামের জবেদ আলীর পুত্র আয়ূব (৩০), ও গাজীপুর জেলার মিরের বাজার এলাকার শফিকুল ইসলামের পুত্র তাজুল ইসলাম (২২)।

কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ আবু বকর সিদ্দিক জানান, ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে যায় এবং এলাকাবাসীর সহায়তায় ডাকাতদের আটক করা হয়। ডাকাতের কাছ থেকে নগদ ২১ হাজার টাকাসহ ডাকাতির মালামাল ও তাদের ব্যবহৃত একটি লেগুনা গাড়ি এবং দুটি রামদা উদ্ধার করা হয়েছে।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে