শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০১৮, ০৯:৩৩:৪৯

হান্নান শাহ্’র বিরুদ্ধে চাঁদাবাজি মামলার রায়: সাংবাদিক কামাল’কে অব্যাহতি প্রদান

হান্নান শাহ্’র বিরুদ্ধে চাঁদাবাজি মামলার রায়: সাংবাদিক কামাল’কে অব্যাহতি প্রদান

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: তত্বাবধায়ক সরকারের সময়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য প্রয়াত নেতা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) আ স ম হান্নান শাহ্ এবং কাপাসিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি  সাংবাদিক এফ এম কামাল হোসেনের বিরুদ্ধে দায়েরকৃত বহুল আলোচিত চাঁদাবাজি মামলার রায় গতকাল বৃহস্পতিবার গাজীপুর আদালত প্রদান করেছেন। ১০ বছর পর  আদালতের রায়ে চাঁদাবাজির অভিযোগ থেকে সাংবাদিক কামালকে অব্যাহতি দিয়েছেন।

গাজীপুর যুগ্ম জেলা ও দায়রা জজ, দ্বিতীয় আদালত এবং বিশেষ ট্রাইবুনাল ৫ম আদালতের জজ শরীফ মোহাম্মদ সানাউল হক বৃহস্পতিবার সকাল সোয়া ১১টার সময় একমাত্র আসামী সাংবাদিক এফ এম কামাল হোসেনকে অব্যাহতি দিয়ে রায় প্রদান করেন। এর আগে মামলার প্রধান আসামী ব্রিগেডিয়ার আ স ম হান্নান শাহ্ ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর ইন্তেকাল করেন। ফলে ২০১৭ সালের ২০ মে কাপাসিয়া থানা পুলিশ হান্নান শাহ্’কে অব্যাহতি দিয়ে একমাত্র আসামী সাংবাদিক এফ এম কামাল হোসেনের বিরুদ্ধে আদালতে চার্জসিট প্রদান করেন। দীর্ঘ স্বাক্ষী ও যুক্তিতর্কের পর আদালত কামাল হোসেনকে চাঁদাবাজির অভিযোগ থেকে অব্যাহতি প্রদান করেন। আসামী পক্ষে অ্যাডভোকেট আলহাজ¦ জাকির আলম এবং বাদী পক্ষে এপিপি অ্যাড. আম্বিয়া আফরোজা রতœা ও অ্যাড. জাহাঙ্গীর আলম হিমু মামলায় যুক্তিতর্ক উপস্থাপন করেন। র্দীঘ ১০ বছরে মামলাটিতে ১৬ জন তদন্তকারী কর্মকর্তা পরিবর্তন হয়েছে এবং বাদী সহ ১৬ জন স্বাক্ষী ছিলেন। তৎকালীন কাপাসিয়া থানার এসআই বর্তমানে টঙ্গী থানার ওসি ফিরোজ তালুকদার মামলার শুরুতে তদন্তকারী কর্মকর্তা ছিলেন। মকবুল হোসেন মোল্লা ওই সময় কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন।  

মামলার বিবরনে জানা যায়, তত্বাবধায়ক সরকারের সময় ২০১৮ সালের ১৩ ফেব্রুয়ারী উপজেলার কড়িহাতা ইউনিয়ন পরিষদের সদস্য ও বিএনপি নেতা মোঃ মোরশেদ মোল্লা বাদী হয়ে ব্রিগেডিয়ার হান্নান শাহ্ এবং  কাপাসিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও তৎকালীন দৈনিক প্রথম আলো পত্রিকার কাপাসিয়া প্রতিনিধি এফ এম কামাল হোসেনের বিরুদ্ধে কাপাসিয়া থানায় একটি চাঁদাবাজি মামলা দায়ের করেন। ২০০৬ সালে মোরশেদ মোল্লা ও তার অপর বন্ধু রাশেদুল হককে নিয়ে শীতলক্ষ্যা নদী তীরবর্তী চরখামের এলাকায় বেড়িবাধের গ্রোয়েন স্থাপনের কাজ করছিলেন। ওই বছর ১০মার্চ আসামী সাংবাদিক এফ এম কামাল হোসেন বিএনপি নেতা ব্রিগে. হান্নান শাহ্’র নির্দেশে তার ব্রিক ফিল্ডের অফিসে  মোরশেদ মোল্লা’কে ডেকে এনে জিম্মি করে ৩ লাখ টাকা চাঁদা দাবী করে। এক সপ্তাহ  পর সাংবাদিক কামালের নিকট ১ লাখ টাকা প্রদান করার অভিযোগ এনে দুই বছর পর ২০০৮ সালের ১৩ ফেব্রুয়ারী মামলা দায়ের করে। পর দিন এ মামলায় কাপাসিয়া থানা পুলিশ ব্রিগেডিয়ার হান্নান শাহ্’কে তার ঢাকাস্থ নিউ ডিওএইচএস এর বাসা থেকে গ্রেফতার করে গাজীপুরের জয়দেবপুর থানায় নিয়ে আসেন। পরদিন গাজীপুর আদালত হান্নান শাহ্’কে জামিন প্রদান করেন। ওই সময় সাংবাদিক এফ এম কামাল হোসেন ফেরারী থেকে র্দীঘ চার মাস পর হাইকোর্ট থেকে জামিন লাভ করেন এবং একই সময় মামলাটির কার্যক্রমে স্থগিতাদেশ প্রদান করেন।  চাঁদাবাজির অভিযোগে দায়েরকৃত মামলা থেকে র্দীঘদিন পর অব্যাহতি পাওয়ায় সাংবাদিক কামাল কাপাসিয়া প্রেস ক্লাব নেতৃবৃন্দ এবং কর্মরত সকল সহকর্মী সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।  
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে