বৃহস্পতিবার, ১৭ মে, ২০১৮, ০৮:৫৫:৫১

কাপাসিয়ায় ভ্রাম্যমান আদালতে চার ব্যবসা প্রতিষ্ঠানকে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা

কাপাসিয়ায় ভ্রাম্যমান আদালতে চার ব্যবসা প্রতিষ্ঠানকে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়ায় গতকাল বুধবার বিকেলে ভ্রাম্যমান আদালত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বালি মহাল, ব্রিকফিল্ড ও দু’টি মুদি ব্যবসায়ীর কাছ থেকে ১ লাখ ৪০ হাজার টাকা নগদ জরিমানা আদায় করা করেছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাজমুস্ সাকিব জানান, উপজেলার দস্যু নারায়নপুর মেসার্স বায়তুল্লাহ মাল বালি মহাল নামে একটি প্রতিষ্ঠানকে অবৈধ বালি উত্তোলনের দায়ে এক লাখ টাকা জারিমানা করা হয় এবং উত্তোলিত দশ হাজার সিএফটি বালি নিলামে বার হাজার টাকা বিক্রি করা হয়। 

অপর দিকে ইকুরিয়া টিএলএম ব্রিক ফিল্ডকে পরিবেশ দূষণের দায়ে ২০ হাজার টাকা ও ত্রিমোহনী বাজারের মোদি ব্যবসায়ি আরমানকে মেয়াদ উত্তীর্ণ মালামাল রাখার অপরাধে ৫ হাজার টাকা এবং একই অপরাধে মোধি ব্যবসায়ী রনি খানকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে