রবিবার, ০৩ জুন, ২০১৮, ১২:৪১:০৩

কালো টাকার মালিকরা তাজ পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে: রিমি

কালো টাকার মালিকরা তাজ পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে: রিমি

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি:  কালো টাকার মালিকরা তাজউদ্দীন আহমদের পরিবারের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন তার মেয়ে ও গাজীপুরের কাপাসিয়ার সংসদ সদস্য সিমিন হোসেন রিমি। তিনি বলেন, হত্যার হুমকিসহ সব ষড়যন্ত্রকারীর বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে কঠোর শাস্তিমূলক ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শনিবার সন্ধ্যায় কাপাসিয়া ডাকবাংলোয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ও আয়োজিত ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।

রিমি জানান, নির্বাচনী এলাকায় কেন্দ্রীয় কৃষক লীগের সভাপতি মোতাহার হোসেন মোল্লা ও উপদেষ্টা আলম আহমদ সরকার তার বিরুদ্ধে দলীয় কর্মসূচির নামে মিথ্যা ও ষড়যন্ত্র করে বেড়াচ্ছেন। মতবিনিময় সভায় বর্তমান সরকারের আমলে কাপাসিয়ার বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য মুহম্মদ শহীদুল্লাহ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, উপজেলা যুবলীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য মাহবুব উদ্দীন আহমদ সেলিম, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন প্রধান, জেলা ছাত্রলীগের সভাপতি দেলোয়ার হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুল কাইয়ূম ভূঁইয়া, সাধারণ সম্পাদক সৈকত প্রমুখ।
এমটিনিউজ২৪.কম/সাকা/পিলু

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে