বুধবার, ০৪ জুলাই, ২০১৮, ০৫:১১:১৪

নিজের তৈরি কবরের পাশে দিন কাটে বৃদ্ধ আমীর আলীর!

নিজের তৈরি কবরের পাশে দিন কাটে বৃদ্ধ আমীর আলীর!

গাজীপুর: আশির কোটা পেরিয়ে গেছে গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার লোহাগাছ গ্রামের আমীর আলী পঁচুর বয়স। এক সময় কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করতেন তিনি। এখন বয়সের ভাড়ে কোনো কাজ করতে পারেন না তিনি।

এক ছেলে ও মেয়ের জনক আমীরের খোঁজ খবর নেয় না কেউ। এর প্রতিবাদ আর অভিমানে নিজ বাড়ির আঙিনায় পাকা কবর খুড়েছেন তিনি। এখন কবরের পাশেই দিনের অধিকাংশ সময় কাটছে তার।

আমীর আলীর ভাষ্য, জীবনে অনেক কষ্ট করে জীবিকা নির্বাহ করেছি। এখন আর শরীরে পরিশ্রম মানে না। এক ছেলে ও মেয়ে থাকার পরও বৃদ্ধ বয়সে সন্তানরাও খোঁজখবর নেয় না।

মৃত্যুর পর তার কবর হবে কিনা তারও কোন ভরসাও নেই।তাই বাড়ির আঙিনায় তিনি কবর খুড়ে পাঁকা করেছেন।

তিনি আরও জানান, কাটাখালির মোজাদ্দেদীয়া দরবার শরীফের পীরের একজন মুরিদ। পীর সাহেবও তাকে কবর খোড়ার পরামর্শ দিয়েছেন।

আর মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করার জন্য বলেছেন, তাই জীবনের শেষ দিনগুলি তিনি কবরের পাশেই কাটাতে চান।

এদিকে তার এমন কর্মকান্ডে এলাকায় দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এ নিয়ে ক্ষোভ জানিয়েছেন স্থানীয়রা।

শ্রীপুর পৌরসভার ৩ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সাহিদের মতে, এমন কর্মকান্ডে মানুষের মধ্যে ভ্রান্ত ধারণার জন্ম দিতে পারে।ইসলাম ধর্মের অনুসারীদের এমন কাজ হতে বিরত থাকা উচিত বলে মনে করেন তিনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে