বৃহস্পতিবার, ০২ আগস্ট, ২০১৮, ০১:২৪:৪০

কাপাসিয়ায় আওয়ামীলীগ ও কৃষকলীগের পৃথক কর্মসূচি পালিত

কাপাসিয়ায় আওয়ামীলীগ ও কৃষকলীগের পৃথক কর্মসূচি পালিত

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: আগামী ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস বঙ্গবন্ধুর ৪৩তম শাহাদাত বার্ষিকী। শোকাবহ আগষ্টে প্রতি বছরের ন্যায় গাজীপুরের কাপাসিয়ায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে মাস ব্যাপি বিভিন্ন কর্মসূচি শুরু হয়েছে। অপরদিকে কৃষকলীগের উদ্যোগে আলাদাভাবে রক্তদান কর্মসূচি, আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। 

গতকাল বুধবার বিকালে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে শহরের প্রবীন নেতা মরহুম  খালেদ খুররমের বাস ভবন চত্বরে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুহম্মদ শহীদুল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসাবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি। সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধানের পরিচালনায় অন্যান্যের মাঝে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ, আমেরিকা প্রবাসী মুক্তিযোদ্ধা ফজলুর রহমান মোল্লা, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সরাফত হোসেন বাবুল, সাংগঠনিক সম্পাদক অ্যাড. রেজাউর রহমান লস্কর মিঠ’ু, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম জহির, আকতারুজ্জামান, আতিকুল ইসলাম জুয়েল, আসাদুজ্জামান, জেলা যুব মহিলালীগ সভাপতি শর্মিলা দাস মিলি, উপজেলা যুবলীগের সভাপতি মাহবুব উদ্দীন আহমদ সেলিম, সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন প্রধান, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল কাইয়ূম ভঁইয়া প্রমূখ। 
এর আগে উপজেলা আওয়ামীলীগ সভাপতি মুহম্মদ শহীদুল্লাহ’র নেতৃত্বে নেতা-কর্মীরা কর্মসূচির প্রথম দিন সকালে দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন। 
এছাড়া মাসব্যাপি কর্মসূচির মধ্যে রয়েছে আলোক চিত্র প্রদর্শণ, কালোব্যাজ ধারন, বঙ্গবন্ধুকে নিয়ে লেখা বিভিন্ন প্রবন্ধ পাঠ, বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে কোরাআন তেলওয়াত ও দোয়া মাহফিল।

প্রধান অতিথি সিমিন হোসেন রিমি এমপি ভিডিও কনফারেন্সের মাধ্যমে তার বক্তব্যে বলেন, বাঙ্গালী জাতির ইতিহাসে সবচেয়ে বেদনা বিদুর দিন ১৫ ই আগষ্ট। ১৯৭৫ সালের এই দিনে আমরা হারিয়েছি জাতির শ্রেষ্ট সম্পদ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। বঙ্গবন্ধু ও বাংলাদেশ এক অবিচ্ছেদ্য নাম। বঙ্গবন্ধুর স্বপ্নের সিঁড়ি বেয়ে বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশের স্বীকৃতি অর্জন করেছে। বিগত প্রতি বছরের মতো এবারও আমরা জাতির পিতা বঙ্গবন্ধুর স্মরণে  ৪৩তম শাহাদাত বার্ষিকী পালন করবো। এই লক্ষে সমাজের প্রতিটি পর্যায়ের মানুষকে সম্পৃক্ত করে ভাবগার্ম্ভীযের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর জীবন, কর্ম, চিন্তা-চেতনাকে তুলে ধরতে এ সকল কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

গাজীপুর জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ বলেন, কাপাসিয়ায় আওয়ামীলীগের ঐক্যবদ্ধ কর্মসূচির বাইরে কেউ আলাদাভাবে কোন কর্মসূচি পালন করতে পারবে না। কাপাসিয়ার নেতাদের সামনে আমি আজ কাঠগড়ায় দাঁড়িয়ে আছি। ষড়যন্ত্র এখনো থেমে নেই। ষড়যন্ত্রকারীরা ভেবেছিল, বঙ্গবন্ধুকে হত্যা করে আওয়ামীলীগের আদর্শকে মুছে ফেলবে। কিন্তু ষড়যন্ত্রকারীদের পরিকল্পনা সফল হয়নি। বঙ্গবন্ধু ও বঙ্গতাজ একই সূত্রে গাথা। তেমনি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ও বঙ্গতাজ কন্যা রিমি এক ও অবিচ্ছেদ্য। কোন ষড়যন্ত্রই এই দুই পরিবারের মাঝে ধূরত্ব সৃষ্টি করতে পারবে না। আগামী দিনে সিমিন হোসেন রিমি নেতৃত্বে কাপাসিয়ায় ঐক্যবদ্ধ ভাবে কাজ করে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নেতা-কর্মীদের প্রতি আহবান জানান। 

অপরদিকে উপজেলা কৃষকলীগের উদ্যোগে উপজেলার সন্মানিয়া গ্রামে মরিয়ম ভিলেজে  ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস বঙ্গবন্ধুর ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রক্তদান কর্মসূচি, আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলা কৃষকলীগৈর সভাপতি আইন উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুবুল আলম বাবলুর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কৃষকলীগের কেন্দ্রীয় উপদেষ্টা শিল্পপতি আলম আহমদ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে