রবিবার, ০৫ আগস্ট, ২০১৮, ০৯:২৪:৫৭

কাপাসিয়ায় ৯ লাখ টাকার বিদেশী মুদ্রাসহ ব্যবসায়ী আটক

কাপাসিয়ায় ৯ লাখ টাকার বিদেশী মুদ্রাসহ ব্যবসায়ী আটক

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কাপাসিয়া উপজেলা শহরের রানা রায় নামে এক ঔষধ ব্যবসায়ীকে গতকাল শনিবার সকালে প্রায় ৯ লাখ টাকার বিদেশী মুদ্রাসহ আটক করেছে কাপাসিয়া থানা পুলিশ। সে সদর ইউনিয়নের বানারহাওলা গ্রামের প্রফুল্ল রায়ের পুত্র। 

থানা পুলিশ জানায়, উপজেলা শহরের পুরাতন ধান বাজারের গৌরী ফার্ম্মেসীর মালিক রানা রায়কে এ এস আই সোহাগ আলম বরুন রোডের মোড় থেকে ১০ টি দেশের মুদ্রাসহ আটক করে। পরে তার দেহ তল্লাসী করে ৮ লাখ ৯৫ হাজার  ২১৭ টাকা উদ্ধার করা হয়। 

থানার অফিসার ইনচার্জ (অপারেশন) মনিরুজ্জামান খান বাদী হয়ে রানা রায়ের বিরুদ্ধে অবৈধ ভাবে  ডলার, রিয়েল, রিংগিট, দিনারসহ ১০টি দেশের মুদ্রা নিজের কাছে রাখা এবং চোরাকারবারির দায়ে মামলা দায়ের করেছে। তাকে গাজীপুর আদালতে প্রেরন করা হয়েছে। ইতিপূর্বে রানা রায় ও তার পিতাকে অবৈধ ডলার-রিয়ালসহ ডিবি পুলিশ কয়েকবার আটক করলেও রহস্যজনক কারনে পরে ছাড়া পেয়ে যায়। 

এছাড়া কাপাসিয়া শহরের উল্লেখযোগ্য ও আলোচিত বেশ কয়েকজন স্বর্ণ ব্যবসায়ী তাদের ব্যবসার ফাঁকে অবৈধ ডলার-রিয়াল কেনা-বেচা করে। কিছুদিন পর পর বিভিন্ন এজেন্সির লোকজন তাদের আটক করলেও রহস্যজনক ভাবে পরে ছাড়া পেয়ে যায়।  

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে