শনিবার, ০৮ সেপ্টেম্বর, ২০১৮, ০৯:২৫:১৭

কাপাসিয়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

কাপাসিয়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া(গাজীপুর)প্রতিনিধি: ‘‘সাক্ষরতা অর্জন করি, দক্ষ হয়ে জীবন গড়ি’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কাপাসিয়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা হয়েছে। ৮ সেপ্টেম্বর শনিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে এ দিবস পালিত হয়।

দেশ নিরক্ষরমুক্ত করতে সরকার দেশের ৩ কোটি ২৫ লক্ষ নিরক্ষর জণগোষ্ঠিকে সাক্ষর জ্ঞান দিয়ে কর্মমূখি করতে প্রশিক্ষণও দেয়া হবে। ৮ থেকে ১৪ বয়সী ১০ লাখ শিশুকেও উপানুষ্ঠানিক শিক্ষার মাধ্যমে প্রথমিক শিক্ষার আওতায় নেওয়া হবে।

কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাকছুদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভ’মি) নীলিমা রায়হানা, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এড. রেজাউর রহমান লস্কর, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বজলুর রশিদ মোল্লা, রেজাউল হক বি এম কলেজ অধ্যক্ষ বদরুজ্জামান পারভেজ, উপজেলা প্রোগাম অফিসার জান্নাতুল ফেরদৌস প্রমুখ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে