রবিবার, ১৪ অক্টোবর, ২০১৮, ১০:৩২:০১

কাপাসিয়া শহর যানজট মুক্ত করতে বাইপাস সড়ক উদ্বোধণ

কাপাসিয়া শহর যানজট মুক্ত করতে বাইপাস সড়ক উদ্বোধণ

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়া উপজেলা শহরকে যানজট মুক্ত করতে গতকাল ১৩ অক্টোবর, শনিবার  দুপুরে কাপাসিয়া জামিরারচর-রাণীগঞ্জ বাইপাস সড়কের কাজের অনুষ্ঠানিক উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও আ.লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য সিমিন হোসেন রিমি এমপি।

এলজিইডি’র অর্থায়নে কাপাসিয়ার ঠিকাদারী প্রতিষ্ঠান  মেসার্স এস এম এন্টারপ্রাইজ ১ কোটি ৬৯ লাখ ৫৯ হাজার ৪১৫ টাকা ব্যয়ে বাইপাস পাকা সড়কটি বাস্তবায়ন করবে। 

বাইপাস সড়কের কাজের উদ্বোধণ উপলক্ষে কাপাসিয়া ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে  সভাপতি আব্দুল হালিম খোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলঅ আওয়ামীলীগের সভাপতি সাবেক এমপি মুহম্মদ শহীদুল্লাহ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বজলুর রশিদ মোল্লা, উপজেলা যুবলীগের সভাপতি মাহবুব উদ্দীন আহমদ সেলিম, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন প্রধান মস্তফা কামাল রাজা, আলাউদ্দিন শেখ প্রমুখ। 

উল্লেখ, কাপাসিয়া উপজেলা শহরের বাইরে দিয়ে এই বাইপাস সড়কটি বাস্তবায়ন হলে এলাকাবাসি র্দীঘদিনের যানজট থেকে মুক্ত হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে