রবিবার, ২১ অক্টোবর, ২০১৮, ১২:০৯:১৫

কাপাসিয়ায় ইউএনও’র বিদায়-বরণ ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

কাপাসিয়ায় ইউএনও’র বিদায়-বরণ ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসারের বদলীজনিত বিদায় সংবর্ধণা ও নতুন ইউএনও’র বরণ উপলক্ষে পরিষদের উদ্যোগে বৃহস্পতিবার সকালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পরে রাজস্ব খাতের অর্থায়নে এবং এলজিইডি’র বাস্তবায়নে প্রতিবন্ধীদের মাঝে ৩৩টি হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।

উপজেলা পরিষদ মিলনায়তনে চেয়ারম্যান আলহাজ¦ খন্দকার আজিজুর রহমান পেরার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি সিমিন হোসেন রিমি এমপি। 

অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক এমপি মুহম্মদ শহীদুল্লাহ্, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অ্যাড. রেজাউর রহমান লস্কর মিঠু, বিদায়ী নির্বাহী অফিসার মোঃ মাকছুদুল ইসলাম, নতুন যোগদানকৃত নির্বাহী অফিসার মোসাঃ ইসমত আরা, সহকারী কমিশনার (ভূমি) নীলিমা রায়হানা,  উপজেলা প্রকৌশলী আহমেদ আব্দুল্লাহ্, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবু বকর সিদ্দিক, সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা বজলুর রশীদ মোল্লা, ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন, অধ্যক্ষ তাজউদ্দীন প্রমূখ। 

প্রধান অতিথি সিমিন হোসেন রিমি বলেন, কাজ মানুষকে অপরাধ প্রবনতা থেকে দূরে রাখে। সঠিক কাজটি করেই সম্মানিত হওয়া যায়। আমরা বেশী বেশী কাজ করেই দেশকে উন্নতির শিখরে পৌঁছাতে পারি। কাজের কোন বিকল্প নেই। জাপান আজ বিশ^ দরবারে কাজের মাধ্যমেই পরিচিতি ও অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করতে পেরেছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে