রবিবার, ১৮ নভেম্বর, ২০১৮, ১২:০৬:৫৪

দুর্ঘটনা কেড়ে নিল বাবার প্রাণ আর লাশ বাড়িতে রেখেই পরীক্ষার হলে মেয়ে

দুর্ঘটনা কেড়ে নিল বাবার প্রাণ আর লাশ বাড়িতে রেখেই পরীক্ষার হলে মেয়ে

নিউজ ডেস্ক: আজ থেকে তৈশী বসুর পিএসসি পরীক্ষা শুরু। বাবার ছোট মেয়ে হওয়ায় মনে হয়ত আশা ছিল বাবায় তাকে পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাবেন। কিন্তু না, তা হল না। একটি দুর্ঘটনা কেড়ে নিল বাবার প্রাণ আর লাশ বাড়িতে রেখেই তাকে যেতে হল পরীক্ষার হলে।

ঘটনাটার সূত্রপাত আরো সাতদিন আগে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার। সেদিন মাহেন্দ্র ও বাসের মুখোমুখি সংঘর্ষে আহত হন টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অফিস সহকারী রেকর্ড কিপার অনিমেষ বসু (৪৫)।

তিনিই ৭ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে চিকিৎসাধীন অবস্থায় শনিবার মারা গেছেন। তার ছোট মেয়েই তৈশী বসু।

জানা যায়, হাসপাতালে ভর্তি করা হলে, অবস্থার অবনতি ঘটলে প্রথমে খুলনা ও পরে ঢাকার ঢাকার আয়শা মেমোরিয়াল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ৭ দিন চিকিৎসাধীন অবস্থায় থাকার পর শনিবার রাতে তিনি মারা যান।

এ বিষয়ে নিহতের ছোটভাই বিপুল বলেন, রবিবার নিহতের ছোট মেয়ে পিএসসি পরীক্ষার্থী তৈশী বসুর জীবনের প্রথম পাবলিক পরীক্ষা। সে কিভাবে পরীক্ষা দেবে বুঝতে পারছে না।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে