শুক্রবার, ১২ আগস্ট, ২০১৬, ০৯:৫২:২৩

এবার এই শিশুর হাতে-পায়ে গজিয়েছে গাছের শেকড়

এবার এই শিশুর হাতে-পায়ে গজিয়েছে গাছের শেকড়

ঠাকুরগাঁও : 'বৃক্ষমানব' খুলনার আবুল বাজানদারের পর এবার ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার কেটগাঁও গ্রামে সন্ধান মিলল 'বৃক্ষশিশু'র।  বৃক্ষমানবের মতো তার হাত-পায়ে গাছের শেকড়ের মতো গজিয়েছে।

৭ বছরের এই শিশুর নাম রিপন রায়।  তার পরিবার জানায়, জন্মের তিন মাস পর থেকেই তার হাত-পায়ে বিরল এ রোগ দেখা দেয়।  রিপনের বাবা পেশায় জুতা সেলাইকারী।

তার বাবা মহেন্দ্র রায় বলেন, স্থানীয়ভাবে চিকিৎসা করালেও সুস্থ হয়নি।  অভাবের কারণে উন্নত চিকিৎসাও করাতে পারছেন না তিনি।  কেটগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণির ছাত্র রিপন তিন ভাই-বোনের মধ্যে ছোট।

রিপন রায় বলে, আমার চলাফেরা করতে খুবই সমস্যা হয়।  হাত দিয়ে ভাত খেতে পারি না।  বন্ধুদের সঙ্গে খেলাধুলা ও নিয়মিত স্কুলে যেতে পারি না।

তার মা গোলাপী বলেন, স্থানীয় ডাক্তার দেখিয়েছি, সুস্থ হওয়ার আশা নেই।  ডাক্তাররা বলেছেন, ঢাকা বা ভারত নিয়ে যান।  আমাদের তো এত টাকা নেই, কি করে নেব।

এ ব্যাপারে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার হুমায়ুন কবির বলেন, সম্ভবত এটা ভাইরাসজনিত রোগ।  এ ধরনের রোগীদের হাত-পা গাছের শেকড়ের মতো হয়।

'বৃক্ষমানব' হিসেবে পরিচিতি পেয়েছিলেন খুলনার ২৫ বছর বয়সী আবুল বাজানদার।  গত ৩০ জানুয়ারি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে ভর্তি হওয়ার পর সরকারি খরচে চিকিৎসা চলে বাজানদারের।

৯ বার অস্ত্রোপচারের পর তার দুই হাতের ১০ কেজি আঁচিল এখন নেই; পায়ের অবস্থাও তাই। চিকিৎসকদের মতে, বিরল এ রোগের নাম 'এপিডারমোডাইসপ্লাসিয়া ভেরাসিফরমিস'।
১২ আগস্ট,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে