সোমবার, ১৫ আগস্ট, ২০১৬, ০৯:৩৯:২৮

টুঙ্গীপাড়ায় চাটগাইয়া মেজবানে গণ্ডগোল

টুঙ্গীপাড়ায় চাটগাইয়া মেজবানে গণ্ডগোল

গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর মেজবানে গণ্ডগোল হওয়ার খবর পাওয়া গেছে ।

সোমবার দুপুরে টুঙ্গীপাড়া সরকারি শেখ মুজিবুর রহমান কলেজ প্রাঙ্গণে মেজবান চলাকালে মহিউদ্দিন ও তার লোকজন ছাত্রলীগের স্থানীয় নেতাকর্মী ও মেয়র শেখ আহম্মেদ হোসেন মির্জার সঙ্গে ‘দুর্ব্যবহার করলে হামলা হয় বলে গণমধ্যমকে জানিয়েছেন এক প্রত্যক্ষদর্শী।

টুঙ্গীপাড়ার মেয়রের অভিযোগ, মহিউদ্দিন ও তার লোকজন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলী খানের সঙ্গেও দুর্ব্যবহার করেন।

তবে মহিউদ্দিন চৌধুরী বলেছেন, এ ধরনের কোনো ঘটনাই ঘটেনি।  টুঙ্গীপাড়ায় মেজবান শেষে চট্টগ্রাম ফিরে যাচ্ছেন তিনি।

টুঙ্গীপাড়া থানার ওসি মাহামুদুল হক জানিয়েছেন, খাবার পরিবেশনের সময় ধাক্কাধাক্কি হয়েছে।  এতে কেউ আহত হয়নি।

বঙ্গবন্ধুর জন্মস্থান গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় এবার ৩৮ হাজার মানুষের জন্য মেজবানের আয়োজন করেন বন্দরনগরীর সাবেক মেয়র মহিউদ্দিন।

মহিউদ্দিনের ব্যক্তিগত সহকারী (এপিএস) ও মেজবানের প্রধান সমন্বয়কারী মো. ওসমান গনি জানিয়েছিলেন, শোক দিবস উপলক্ষে টুঙ্গীপাড়া শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে ৩০ হাজার ও বালাডাঙ্গা এসএম মুছা উচ্চ বিদ্যালয় মাঠে ৮ হাজার মানুষের জন্য মেজবানের আয়োজন করা হয়।

মামুন বিশ্বাস নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, টুঙ্গীপাড়া সরকারি শেখ মুজিবুর রহমান কলেজে দুপুর ১টার দিকে মেজবান শুরুর পর উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা সেখানে যান।

তিনি বলেন, এসময় তাদের সঙ্গে মহিউদ্দিন চৌধুরী ও তার লোকজন দুর্ব্যবহার করেন।  এ নিয়ে উত্তেজনা দেখা দিলে পরে অন্য নেতাকর্মীরা মিটিয়ে দেন।

দুপুর আড়াইটার দিকে ঘটনাস্থলে আসেন টুঙ্গীপাড়ার মেয়র।  তিনি ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে দুর্ব্যবহারের কারণ জানতে চাইলে মহিউদ্দিনের লোকজন তাকে বলে- খেতে আইছেন, খেয়ে চলে যান; বক্তব্য দেবেন না।

মামুন বিশ্বাস বলেন, এসময় মেজবানে উপস্থিত লোকজন ক্ষিপ্ত হয়ে হামলা চালায়।  চেয়ার ভাঙচুর করেন তারা।  এ ঘটনায় খাবার নষ্ট হয়ে মেজবান বন্ধ হয়ে যায়।

টুঙ্গীপাড়ার মেয়র আহম্মেদ হোসেন বলেন, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের সাথেও দুর্ব্যবহার করেছেন মহিউদ্দিন চৌধুরী ও তার লোকজন।  

বেলা সাড়ে ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মেজবানের আপ্যায়ন শেষ করার কথা ছিল।
কিন্তু ওই ঘটনার আগেই আপ্যায়ন শেষ হয়।

ওসি মাহামুদুল বলেন, খাবার পরিবেশনে ত্রুটিকে কেন্দ্র করে ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে।  এতে কিছু খাবার নষ্ট হয়েছে।  কিছু চেয়ার ভাঙচুর করা হয়েছে। কেউ আহত হয়নি।  খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

গত ১৫ বছর ধরে ১৫ অাগস্ট টুঙ্গীপাড়ায় মেজবানের আয়োজন করে আসছেন মহিউদ্দিন।  গতবার প্রায় ৩৬ হাজার মানুষের জন্য ছিল এ আয়োজন।
১৫ আগস্ট,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে