মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০১৬, ০৪:০৫:৫০

ইসলাম রক্ষার নামে জঙ্গি কর্মকাণ্ড হারাম : নৌমন্ত্রী

ইসলাম রক্ষার নামে জঙ্গি কর্মকাণ্ড হারাম : নৌমন্ত্রী

মাদারীপুর : পবিত্র ধর্ম ইসলাম রক্ষার নামে জঙ্গি কর্মকাণ্ড হারাম বলে মন্তব্য করেছেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান। তিনি বলেছেন, ইসলাম জঙ্গিবাদ স্বীকার করে না। তাই ইসলাম ধ্বংসকারীদের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ হলে তাদেরকে নির্মূল করা সম্ভব।

সোমবার সকালে মাদারীপুর শহরের এমএম হাফিজ মেমোরিয়াল লাইব্রেরিতে ‘দৈনিক মাদারীপুর সংবাদ’ এর ২য় প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নৌমন্ত্রী এ কথা বলেন।

এসময় মন্ত্রী আরো বলেন, ইসলাম যদি শান্তির ধর্ম হয়, ভালবাসার ধর্ম হয় তাহলে প্রধানমন্ত্রীর আহ্বানে যে জনমত ও জাতীয় ঐক্যের সৃষ্টি হয়েছে তার মাধ্যমে আমরা ইসলাম রক্ষা করতে পারবো। এজন্য সকলকে এগিয়ে আসতে হবে।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা পরিষদের প্রশাসক মিয়াজ উদ্দিদ খান, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিউর রহমান ও সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল মোর্শেদসহ অন্যরা।
১৬ আগস্ট, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে