বুধবার, ১৭ আগস্ট, ২০১৬, ০৬:৫২:৫৭

‘শিবচর হবে দ্বিতীয় সিঙ্গাপুর’

‘শিবচর হবে দ্বিতীয় সিঙ্গাপুর’

মাদারীপুর : সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী ডিসেম্বরে পদ্মা সেতুর পিলারের ওপর ২টি স্প্যান বসানো হবে।  এরপরই সেতুর দৃশ্যমান কাজ দেখা যাবে।

তিনি বলেন, পদ্মা সেতু নির্মাণ শেষ হলে শিবচর হবে দ্বিতীয় সিঙ্গাপুর।  এখানে প্রতিষ্ঠিত হবে বিভিন্ন ধরণের শিল্প কল-কারখানা।

বুধবার সকালে মাদারীপুরে পদ্মা সেতুর নির্মাণকাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

পরে মন্ত্রী মাদারীপুরের শিবচরের কয়েকটি সেতুর উদ্বোধনসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করেন।

ওবায়দুল কাদের বলেন, এরই মধ্যে ২৭টি পিলারের পাইলিং সম্পন্ন হয়েছে এবং সার্বিকভাবে পদ্মা সেতুর ৩৭ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে।

তিনি বলেন, মাদারীপুরের শিবচর হবে এমন একটি এলাকা যেখানে সব ধরনের যোগাযোগ থাকবে।  রেল, নৌ ও সড়কপথের সঙ্গে এখানে নতুন বিমানবন্দরও থাকবে।  এ এলাকাকে সিঙ্গাপুরের মতো সুন্দর করে গড়ে তোলা হবে।

এ সময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ নূর-ই-আলম চৌধুরী, মাদারীপুর জেলা প্রশাসক কামাল উদ্দিন বিশ্বাস, পুলিশ সুপার সরোয়ার হোসেন প্রমুখ।
১৭ আগস্ট,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে