শুক্রবার, ১৯ আগস্ট, ২০১৬, ০২:২৮:২৪

ফুটবল খেলায় প্রতিপক্ষের হামলায় আহত ১৫

ফুটবল খেলায় প্রতিপক্ষের হামলায় আহত ১৫

নড়াইল : নড়াইলে মাধ্যমিক পর্যায়ে আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টে হামলার ঘটনা ঘটেছে। প্রতিপক্ষ দলের খেলোয়াড় ও সমর্থকদের হামলায় বাশগ্রাম-বিষ্ণুপুর মাধ্যমিক বিদ্যালয়ের খেলোয়াড়সহ ১৫ শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদেরকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে নড়াইল সদরের নাকসী খেলার মাঠে এ ঘটনা ঘটে।

ওই বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা জানান, সদরের নাকসী মাঠে আন্তঃজেলা ফুটবল টুর্ণামেন্টে বাশগ্রাম-বিষ্ণুপুর মাধ্যমিক বিদ্যালয় বনাম নাকসি এবিএস মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যকার খেলা চলছিল। খেলার শেষ মুহূর্তে বাশগ্রাম-বিষ্ণুপুর বিদ্যালয়ের খেলোয়াড়রা গোল করলে পরাজয়ের আশংকায় নাকসী বিদ্যালয়ের খেলোয়াড়রা হট্টগোল শুরু করে। এ সময় নাকসী বিদ্যালয় কর্তৃপক্ষও মাঠের মধ্যে ঢুকে পড়েন। এক পর্যায়ে বাশগ্রাম-বিষ্ণুপুর বিদ্যালয়ের খেলোয়াড়, অন্য শিক্ষার্থী এবং কর্তৃপক্ষের ওপর হামলা করা হয়। লাঠি ও লোহার রড দিয়ে তাদের ওপর বেপরোয়া হামলা চালানো হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

হামলায় গুরুতর আহত সাকিব, জুবায়ের, একরামুল, শাহাবুদ্দীন, আল মামুন, ফেরদৌস, সোহাগ, নিয়ামত ও মিনারুলকে নড়াইল সদর হাসপতালে ভর্তি করা হয়েছে। এছাড়া রানা, ফাইম, অমিতসহ অন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। আহতরা সবাই বাশগ্রাম-বিষ্ণুপুর মাধ্যমিক বিদ্যালয় বিভিন্ন শ্রেণির শিক্ষার্থী। এরা আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টে বিদ্যালয়ের পক্ষে খেলায় অংশগ্রহণ করেছিল।

এ ব্যাপারে বাশগ্রাম-বিষ্ণুপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাঈদ সিকদার বলেন, শিক্ষার্থীদের ওপর বর্বরোচিত এ হামলার উপযুক্ত বিচার দাবি করছি।

নাকসি এবিএস মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হায়দার আলী দাবি করেন, খেলা শেষে ফেরার পথে এ অপ্রীতিকর ঘটনা ঘটেছে।

সদর থানার ওসি তদন্ত দেলোয়ার হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

প্রসঙ্গত, নাকসী ভেন্যুতে বাশগ্রাম, আউড়িয়া ও চন্ডিবরপুর ইউনিয়নের ১৯টি মাধ্যমিক বিদ্যালয়ের আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। বৃহস্পতিবার এ টুর্নামেন্টের ফাইনাল খেলা ছিল।
১৯ আগস্ট, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে