শনিবার, ২৭ আগস্ট, ২০১৬, ০২:০৮:২৪

১০ দিনেও খোঁজ মেলেনি মারজানের বাবার

১০ দিনেও খোঁজ মেলেনি মারজানের বাবার

পাবনা থেকে : ঢাকার গুলশানের হলি আর্টিজান রেস্তরাঁয় হামলার সন্দেহভাজন জঙ্গি মারজানের বাবা নিজাম উদ্দিন ১৫ আগস্ট থেকে নিখোঁজ রয়েছেন। ১০ দিন পার হলেও তার কোনো খোঁজ পায়নি পরিবার। ১২ সদস্যের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তিনি। তার অনুপস্থিতিতে পুরো পরিবার অসহায় হয়ে পড়েছে।

পরিবারের দাবি, মারজানের পরিচয় শনাক্ত হওয়ার পর ১৫ আগস্ট সাদা পোশাকধারী পুলিশ পরিচয়ে কিছু  লোক এসে মোটরসাইকেলে করে তাকে বাড়ি থেকে নিয়ে যায়। তবে পাবনার পুলিশ বলছে, তারা মারজানের বাবার বিষয়ে কিছু জানে না। মারজানের বিষয়ে তথ্য চেয়ে ১২ আগস্ট পুলিশের তথ্য পাওয়ার বিশেষ অ্যাপ ‘হ্যালো সিটি’তে তার ছবি প্রকাশিত হয়। তার পরেই পাবনায় তার পরিচয় মেলে।

গেঞ্জির কারিগর নিজাম উদ্দিন মারজানের বাড়ি পাবনা সদর উপজেলার হিমাইতপুর ইউনিয়নের আফুরিয়া গ্রামে। গতকাল নিজাম উদ্দিনের বাড়ি গিয়ে দেখা যায়, মারজানের মা সালমা খাতুন বিছানায় শুয়ে আছেন। স্বামীর চিন্তায় তিনি অসুস্থ হয়ে পড়েছেন। প্রতিবেশী মহিলারা তাকে ঘিরে বসে আছেন। বাড়িতে ঢুকতে প্রতিবেশী ও মারজানের ছোট ভাই বোনেরা এসে ঘিরে ধরলেন। সবার মধ্যেই এক অজানা আতঙ্ক।

সালমা খাতুন বললেন, ‘আমার ছেলে অন্যায় করলে তার শাস্তি হোক। তার জন্য আমার অন্য সন্তানেরা না খেয়ে মরতে পারে না। আমি তাদের মুখে তিনবেলা খাবার তুলে দিতে পারছি না। আমার শিশু সন্তানদের মুখের আহারের জন্য স্বামীকে ফেরত চাই।’

এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার পাবনা সদর সার্কেল শেখ সেলিম বলেন, ‘মারজানের বিষয়ে বিস্তারিত জানতে তদন্ত করা হচ্ছে। কিন্তু তার বাবাকে তুলে আনা হয়নি। তিনি নিখোঁজ হওয়ার পর থেকে আমরাও তার খোঁজ করার চেষ্টা করছি।’

এ প্রসঙ্গে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল হাসান বলেন, তাকে সদর থানা পুলিশ আটক করেনি। আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্য কোনো বাহিনী তাকে আটক করেছে কিনা সে বিষয়টি তার জানা নেই। তবে আমরা তার খোঁজ করার চেষ্টা করছি। - এমজমিন

২৭ আগস্ট ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস‌‌‌‌

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে