বুধবার, ৩১ আগস্ট, ২০১৬, ০১:৩৬:০২

দুর্গা মন্দিরে ককটেল বিস্ফোরণ

দুর্গা মন্দিরে ককটেল বিস্ফোরণ

নিউজ ডেস্ক: গোপালগঞ্জের কোটালীপাড়ায় দেবগ্রাম সার্বজনীন দুর্গা মন্দিরে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে ককটেলটি কেউ মন্দিরের বাইরে থেকে ছুড়ে মারে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

খবর পেয়ে বুধবার সকালে কোটালীপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। এসব আলামত পরীক্ষার জন্য বোমা বিশেষজ্ঞদের কাছে পাঠানো হবে বলে জানায় পুলিশ।

দেবগ্রাম ঊমাচরণ­পূর্ণচরণ সার্বজনীন উচ্চ বিদ্যালয়ের হোস্টেলে অবস্থানকারী শিক্ষক সহদেব বিশ্বাস বলেন, রাত আড়াইটার দিকে হঠাৎ বিকট শব্দ শুনে আমি মন্দিরের কাছে যাই।

ঘটনাস্থলে প্রচুর ধোঁয়া ও মন্দিরের সামনে কিছু জায়গায় আগুনের ফুলকিও দেখতে পাই। এতে মন্দিরের গেটের ক্ষতি হয়েছে। প্রতিমা ক্ষতিগ্রস্ত হওয়া ছাড়াও মন্দিরের চালার বিভিন্ন স্থানে স্প্লিন্টারের আঘাতে ফুটো হয়ে গেছে।

কোটালীপাড়া থানার ওসি মোহাম্মদ কামরুল ফারুক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিষয়টি তদন্ত করে দেখেছি। আলামত সংগ্রহ করে এনেছি এবং কারা বা কেন এ ঘটনা ঘটিয়েছে তা তদন্ত করে দেখা হবে। তাছাড়া এলাকায় আতংক সৃষ্টির জন্যও কেউ এ ধরনের ঘটনা ঘটাতে পারে বলে মন্তব্য করেন ওসি।
৩১ আগস্ট,২০১৬/এমটি নিউজ২৪/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে