শুক্রবার, ০২ সেপ্টেম্বর, ২০১৬, ১০:৪৭:০৮

সেলুনে চুল ছোট করে প্যান্ট-শার্ট পরে ঘর ভাড়া নেয়া দুই স্কুলছাত্রী আটক

 সেলুনে চুল ছোট করে প্যান্ট-শার্ট পরে ঘর ভাড়া নেয়া দুই স্কুলছাত্রী আটক

রাজবাড়ী : রাজবাড়ীর গোয়ালন্দ থেকে গত বুধবার নিখোঁজ হওয়া দুই স্কুলছাত্রীকে সাভারের নবীনগর থেকে উদ্ধার করা হয়েছে।  স্থানীয়দের সহযোগিতায় গতকাল বৃহস্পতিবার রাতে সন্ধান পাওয়ার পর আজ শুক্রবার তাদের উদ্ধার করে গোয়ালন্দ ঘাট থানা-পুলিশ।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা আবুল কালাম আজাদ জানান, দুই ছাত্রী গত বুধবার দুপুরে দৌলতদিয়া হয়ে পদ্মা নদী পাড়ি দিয়ে সাভারের নবীনগর আসে।  

‘সেখানে একটি বোর্ডিংয়ে রাতযাপনের জন্য ভাড়া নিতে গেলে দুজনের বয়স কম হওয়ায় কর্তৃপক্ষ ভাড়া না দেয়ায় ফিরে যায় তারা।  

পরে স্থানীয় একটি সেলুনে একজন চুল কেটে ছেলেদের প্যান্ট-শার্ট পরে পুরুষ সাজার চেষ্টা করে নবীনগরের কুরগাঁও এলাকায় ১ হাজার ৪০০ টাকায় একটি কক্ষ ভাড়া নেয়।

এতে ওই বাড়ির এক ভাড়াটের সন্দেহ হলে বিষয়টি পর্যবেক্ষণ করে তাদের সঙ্গে মেশার ভান করে।  ওই ভাড়াটে এক ছাত্রীর স্কুল খাতায় পাওয়া একটি ফোন নম্বরে বৃহস্পতিবার সন্ধ্যার পর সিরাজুল নামের এক ব্যক্তিকে বিষয়টি জানান।

ওসি জানান, খবর পেয়ে ওসি নিজেই সেই নম্বরে সিরাজুলের সঙ্গে কথা বলে নিশ্চিত হন।  পরে বিষয়টি আশুলিয়া থানা-পুলিশকে জানান।  আশুলিয়া থানা থেকে দুই স্কুলছাত্রীকে উদ্ধার করে আজ শুক্রবার সকালে গোয়ালন্দ ঘাট থানায় নেয়া হয়।

তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুই স্কুলছাত্রীর নিখোঁজ হওয়ার ঘটনার সঙ্গে কেউ জড়িত কি-না বা অন্য কোনো চক্র আছে কি-না এখনো নিশ্চিত হওয়া যায়নি।  ছাত্রীদের ভাষ্য অনুযায়ী, অভিভাবকরা পড়াশোনার জন্য প্রতিনিয়ত তাদের শাসন করতেন বলে এলাকা ছেড়ে অন্যত্র যাওয়ার সিদ্ধান্ত নেয় তারা।

পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী তারা বুধবার দুপুরে চার সহপাঠীর সহযোগিতায় এলাকা ছেড়ে যায় বলে জানায়।

এক ছাত্রীর বাবা জানান, বুধবার সকালে তার মেয়ে বাসা থেকে বিদ্যালয়ের উদ্দেশ্যে বের হয়।  দুপুরের আগে বাসায় ফিরে জরুরি কাজ আছে বলে স্কুলব্যাগে করে কৌশলে প্রায় ৫০ হাজার টাকা ও কিছু স্বর্ণালঙ্কার নিয়ে বের হয়ে যায়।  

তিনি জানান, বিকেলে বাসায় ফিরে না আসায় খোঁজাখুঁজি করে জানতে পারেন আরেক ছাত্রীকে সঙ্গে নিয়ে ঢাকার দিকে চলে গেছে।
২ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে