মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর, ২০১৬, ০৯:০৫:১৪

এক দেহে দুই মাথা বিশিষ্ট জমজ শিশুর জন্ম

এক দেহে দুই মাথা বিশিষ্ট জমজ শিশুর জন্ম

নাটোর : নাটোরে জন্ম নিল দুই মাথা বিশিষ্ট জমজ শিশু।  জেলার বড়াইগ্রামের এক মা জমজ শিশুর জন্ম দিয়েছেন।

বড়াইগ্রাম উপজেলার জোনাইল সাফি ক্লিনিকে সোমবার দুপুর ১২টার দিকে জন্ম নেয় দুই মাথা বিশিষ্ট জমজ শিশু।  

জমজ শিশুর মা অজুফা খাতুনের এটি তৃতীয় সন্তান। জন্ম নেয়া শিশুটির দুই মাথা এক দেহ থাকলেও নিম্নভাগে ছেলে ও মেয়ের আলাদা লিঙ্গ ছিল।

বড়াইগ্রাম উপজেলার বড়াইগ্রাম ইউনিয়নের জোনাইল সরকারপাড়া গ্রামের মোজাম্মল হকের স্ত্রী অজুফা সকাল সাড়ে ১০টার দিকে ওই ক্লিনিকে ভর্তি হন।

ক্লিনিকের মেডিকেল অফিসার ডা. ডলি রানী সিজারিয়ান অপারেশনের মাধ্যমে শিশুটির ডেলিভারি করান।  বিরল এ শিশুর জন্মের সংবাদ শুনে আশপাশের শত শত গ্রামবাসী শিশুটিকে একনজর দেখতে ওই ক্লিনিকে ভিড় জমান।

ডা. ডলি রানী জানান, জন্মের সময় বাঁ পাশের মাথাটি নিথর ছিল এবং ডান পাশের মাথাটি নড়াচড়া করছিল।  তবে মিনিট দশেক পর শিশুটির হৃদক্রিয়ার শব্দ পাওয়া যায়নি।  ফলে ডানপাশের মাথাটির কার্যকারিতা বন্ধ হয়ে যায়।  এতে শিশুটিকে মৃত ঘোষণা করা হয়।

তিনি বলেন, শিশুটি জমজ ছিল। এক দেহেই দুই মাথা ও ছেলে-মেয়ে দুই লিঙ্গই ছিল।  বিকেল ৫টার দিকে শিশুটিকে তাদের মা-বাবা নিজ বাড়িতে দাফন করেন।
৬ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে