সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০১৬, ০৭:০৭:৫৮

শোলাকিয়া ঈদগাহে এবার বিজিবি মোতায়েন

শোলাকিয়া ঈদগাহে এবার বিজিবি মোতায়েন

উবায়েত রনি, কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদের জামাত নিরাপদ ও নির্বিঘ্ন করতে তিন প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।  

সোমবার দুপুরে বিজিবির সদস্যরা মাঠ পরিদর্শন করে মহড়া দেন।  প্রথমবারের মতো শোলাকিয়ায় বিজিবি মোতায়েন করা হলো।

শোলাকিয়া ঈদগাহ মাঠের সভাপতি ও জেলা প্রশাসক মো.আজিমুদ্দিন বিশ্বাস জানান, প্রতিবছর ঈদের জামাতের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্ক্ষলা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হয়।

তিনি জানান, কঠোর নিরাপত্তার মধ্যেই গত রোজার ঈদে জঙ্গিরা পুলিশের ওপর হামলা চালায়।  সেই অনাকাঙ্ক্ষিত ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে তাই বাড়তি নিরাপত্তা ও সর্তকতা ব্যবস্থা নেয়া হয়েছে।

ডিসি জানান, এবার বিজিবির পাশাপাশি পুলিশ, র‌্যাব, এপিবিএন ও আনসার বাহিনীর বিপুল সংখ্যক সদস্য নিরাপত্তায় নিয়োজিত থাকবে।

জেলা পুলিশ সুপার আনোয়ার হোসেন খান জানান, এবছর দুটি গেট দিয়ে মাঠে ঢুকবে মুসল্লিরা।  মেটাল ডিটেক্টর দিয়ে মুসল্লিদের দেহ তল্লাশির পর মাঠে প্রবেশ করবেন তারা।  

মাঠে ব্যাগ ও ছাতা নিষিদ্ধ করা হয়েছে বলে জানান তিনি।

একইসঙ্গে গোপন ক্যামেরায় পুরো মাঠের নজরদারির ব্যবস্থাও করা হয়েছে।

মাঠ কমিটি থেকে জানানো হয়েছে, মুসল্লিদের জন্য বিশুদ্ধ পানি, ওজুখানা, টয়লেট ও প্রাথমিক চিকিৎসার মতো জরুরি বিষয়গুলো নিশ্চিত করা হয়েছে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, দূর-দূরান্তের মুসল্লিদের যাতায়াতের সুবিধার জন্য শোলাকিয়া স্পেশাল দুটি ট্রেনের ব্যবস্থা করা হয়েছে।  একটি ভোরে ভৈরব থেকে অন্যটি ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জে যাবে।

শোলাকিয়া এটি ১৮৯তম ঈদ জামাত।  এতে ইমামতি করবেন মাওলানা ফরিদ উদ্দীন মাসউদ। মঙ্গলবার সকাল ৯টায় ঈদের জামাত শুরু হবে।

প্রসঙ্গত, গত ঈদুল ফিতরে শোলাকিয়া ঈদগাহ মাঠের কাছে পুলিশের ওপর হামলা চালায় জঙ্গিরা। এতে দুই পুলিশ সদস্য নিহত হন।

পরে পুলিশের সঙ্গে জঙ্গিদের সংষর্ষে এক জঙ্গি নিহত হয়।  দুপক্ষের গোলাগুলিতে নিজ ঘরে গুলিবিদ্ধ হয়ে মারা যান ঝর্ণা রাণী ভৌমিক নামে এক গৃহবধূ।
১২ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে