শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৬, ০৮:৫৭:২২

নিহত বাবার কোলে ছেলের লাশ

নিহত বাবার কোলে ছেলের লাশ

মৌলভীবাজার : আজ জুমার নামাজের পর ঢাকার নাখালপাড়ায় চাচাতো ভাই আবু সুফিয়ানের বিয়ে হওয়ার কথা ছিল।  তাই পঞ্চম শ্রেণির ছাত্র আলী হোসেন বাবার কাছে আবদার করে বিয়েতে সে যাবেই।  সঙ্গে বাবাকেও যেতে হবে।
 
বিয়ে এবং ঢাকা শহর দেখার সখ ছিল ছেলের।  এমন আবদার না রেখে পারেননি বাবা মুর্শিদুর রহমান। শেষে পর্যন্ত রাজি হলেন তিনি।
 
শুক্রবার সকালে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রূপসপুর গ্রাম থেকে মাইক্রোবাসে রওনা হন ঢাকার পথে।
 
মাইক্রোবাসে লোক বেশি হওয়ায় আলী হোসেন তার বাবার কোলে বসেই বিয়েতে আসছিল।  জুমার পর বিয়ের আনুষ্ঠানিকতা।  এ আনন্দ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে এসে রূপ নিল বিষাদে।
 
বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের ৮ যাত্রী নিহত হন।  মর্মান্তিক দুর্ঘটনায় ঘটনাস্থলেই ৭ জনের মৃত্যু হয়।  চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরো একজন। দুর্ঘটনায় সময় নিহত বাবার কোলেই মারা যায় আলী হোসেন।  
 
ফায়ার সার্ভিসের কর্মীরা দুমড়ে-মুচড়ে যাওয়া মাইক্রোবাসে বাবার কোল থেকেই শিশু আলী হোসেনের লাশ উদ্ধার করেন।  

এ দৃশ্য দেখে এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। মৃত বাবার কোলের ওপর শিশুর লাশ দেখে উদ্ধারকারীরাও চোখের পানি ধরে রাখতে পারেননি।
 
ঢাকার নতুনবাগ মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস পাস করা মুফতি ক্লাসের ছাত্র মাওলানা আবু সুফিয়ানের বিয়ে ঠিক হয় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার রাজাপুর গ্রামের বাসিন্দা ও ঢাকার নাখালপাড়ার একটি মসজিদের ইমাম আবু হানিফার কন্যার।
 
বিজয়নগর থানার ওসি আলী আরশাদ বলেন, বাসটির বেপরোয়া গতির কারণেই এ দুর্ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।
১৬ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে